জন্মদিনে বন্ধুদের তরফে দেওয়া 'সারপ্রাইজ বার্থ ডে পার্টি' কার না ভালো লাগে? আর, সেইসঙ্গে যদি উপহার হিসাবে পাওয়া যায় কড়কড়ে নগদ প্রায় ১৫ হাজার টাকা, তাহলে তো সোনায় সোহাগা! তা না?
সোশাল মিডিয়ার সৌজন্যে এমনই এক অভিনব জন্মদিন উদযাপনের সাক্ষী হতে পারলেন নেট নাগরিকরা। ইনস্টাগ্রামে জন্মদিন পালনের সেই ভিডিয়োটি শেয়ার করেছেন প্রতীক্ষা যাদব নামে এক ইউজার।
তাতে দেখা যাচ্ছে, একেবারেই 'সাদামাটাভাবে' জন্মদিন পালনের একটি আয়োজন করা হয়েছে। পাশাপাশি রাখা প্লাস্টিকের টেবিল জুড়ে সেগুলিকে একটি বড় টেবিলের চেহারা দেওয়া হয়েছে। তাতে বিছানো রয়েছে প্লাস্টিকের ক্লথ।
তার উপরেই রাখা হয়েছে একটি সাজানো কেক ও মোমবাতি। এই গোটা ফ্রেমের কেন্দ্রে রয়েছেন এক তরুণী। বোঝাই যাচ্ছে, তিনিই হলেন 'বার্থ ডে গার্ল'।
সেই তরুণী মোমবাতিতে ফুঁ দেওয়ার পর কেকের উপরের একটি অংশ ধরে আলতো করে টান দিতেই বেরিয়ে এল সযত্নে প্লাস্টিকের আবরণে ঢাকা একটি ৫০০ টাকার নোট!
এরপর ওই তরুণী আরও একটু টানতে আরও একটি নোট বেরোল! এভাবেই মালার আকারে একের পর এক ৫০০ টাকার নোট একইভাবে বেরোতে থাকল! ঠিক যেন কোনও ম্যাজিক! এমন কাণ্ড দেখে তরুণীর তখন ভ্য়াবাচ্যাকা দশা!
অথচ, আশপাশে উপস্থিত সকলে তাঁকে বলছেন, 'আরও টানো', 'গুনতে থাক' ইত্যাদি। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে শেষ হল টাকা বের হওয়ার পালা।
এরপর সেখানে উপস্থিত একজন সেই টাকার মালা উত্তরীয়র মতো করে তরুণীর গলায় পরিয়ে দেন। তাতে কেক লেগে থাকায় তরুণী কিঞ্চিত আপত্তি করলেও তা কেউ পাত্তা দেননি। তরুণীও তারপর আর এ নিয়ে কোনও কথা বলেননি।
সত্যি বলতে কী, এভাবেও যে জন্মদিন পালন করা যায় এবং এভাবে যে সারপ্রাইজ গিফ্ট কাউকে দেওয়া যায়, তা বোধ হয় কস্মিনকালেও ভাবেননি ওই তরুণী। এটা নিশ্চিত যে জীবনে কোনও দিন এই মধুর আর আনন্দের স্মৃতি তিনি ভুলবেন না।
অন্যদিকে, এমন আয়োজনে উচ্ছ্বসিত নেট নাগরিকরা। তাঁরা অধিকাংশই এই আয়োজনের প্রশংসা করেছেন। অনেকেই আবার মজার নানা মন্তব্যও করেছেন।
যেমন - একজন লিখেছেন, 'একটা কেকের মধ্যেই আমার পুরো স্যালারি!' আরও একজনের মন্তব্য, 'কেন না এটিএম?'
অনেকেই প্রার্থনা করেছেন, তাঁরাও যেন এমন বন্ধু পান, যাঁরা এভাবে তাঁদের জন্মদিন পালন করবেন!