বাংলা নিউজ > ঘরে বাইরে > শিক্ষিকা থেকে IT কর্মী! এবার শেয়ার বাজারে কোটি-কোটি টাকা আয় বর্ধমানের কবিতার

শিক্ষিকা থেকে IT কর্মী! এবার শেয়ার বাজারে কোটি-কোটি টাকা আয় বর্ধমানের কবিতার

ফাইল ছবি: মিন্ট (Mint)

চাকরি পেয়ে জীবন কিছুটা থিতু হতেই তাই শেয়ার বাজারে বিনিয়োগের পদ্ধতি শিখতে শুরু করেন কবিতা। আজ, কবিতার পোর্টফোলিওর মূল্য ২ কোটি টাকারও বেশি। গত ১১ বছরে তিনি শুধু শেয়ার বাজারের বিভিন্ন দিক বুঝেছেন তা নয়, রীতিমতো বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন।

প্রায় এগারো বছর আগের কথা। এক আইটি সংস্থায় ৩০ হাজার টাকা বেতনের চাকরি করতেন বর্ধমানের কবিতা। নিরাপদ কেরিয়ার, নিশ্চিন্ত জীবন। আর পাঁচজন ইঞ্জিনিয়ারের মতোই চাকরি করেই জীবন কাটিয়ে দিতে পারতেন। কিন্তু কবিতার ঝোঁক ছিল অন্য কোথাও। ভারতীয় শেয়ার বাজার নিয়ে তাঁর অনেক আগে থেকেই আগ্রহ ছিল। কিন্তু সত্যি বলতে সেভাবে শেয়ার বাজারের মারপ্যাঁচ বুঝতেন না। চাকরি পেয়ে জীবন কিছুটা থিতু হতেই তাই শেয়ার বাজারে বিনিয়োগের পদ্ধতি শিখতে শুরু করেন তিনি। আজ, কবিতার পোর্টফোলিওর মূল্য ২ কোটি টাকারও বেশি। গত ১১ বছরে তিনি শুধু শেয়ার বাজারের বিভিন্ন দিক বুঝেছেন তা নয়, রীতিমতো বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন।

পেশা হিসাবে স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ যে বেশ ঝুঁকিপূর্ণ, তা বলাই বাহুল্য। বিশেষ করে ফিউচার এবং অপশনস ট্রেডিং। কিন্তু, এরই মধ্যে এমন কয়েকজন আছেন, যাঁরা এর রহস্যও ক্র্যাক করে ফেলেন। চাকরি করতে করতেই ট্রেডিংয়ের কারবার চালিয়ে যান তাঁরা। কবিতা বর্তমানে একটি অস্ট্রেলীয় আইটি সংস্থায় কাজ করেন। কিন্তু কাজের বাইরে তাঁর একটাই ধ্যান ও জ্ঞান- অপশনস ট্রেডিং।

কবিতা জানান, তিনি খুব অল্প বয়সেই টাকা উপার্জনের মূল্য এবং তা সঞ্চয় করার পদ্ধতিটা শিখে ফেলেন। ছোট থেকেই উজ্জ্বল ছাত্রী ছিলেন। মাত্র ১৪ বছর বয়সে টিউশন করা শুরু করেন। সেই সময়েই পড়ুয়া পিছু ২৫০ টাকা করে বেতন পেতেন।

কলেজে উঠেও টিউশনি করতেন কবিতা। ছোটোবেলা থেকেই ক্লাসে ফার্স্ট হতেন। তা সত্ত্বেও, কবিতাকে নিজের শহরের কাছের কলেজে ভর্তি হতে হয়েছিল। তিনি বলেন, তাঁর বাবা হস্টেলের খরচ দিতে পারতেন না। প্রতিদিন তিন ঘণ্টা বাসে যাতায়াত করতেন। সন্ধ্যায় বাড়িতে আসার পর কবিতা রাত ৯টা পর্যন্ত টিউশনি করতেন। তিনি জানান, এই আয়ই তাঁকে ধীরে ধীরে স্বাবলম্বী হওয়া ও টাকা উপার্জনের গুরুত্ব বোঝাতে শুরু করে।

কলেজ শেষে পুণেতে এক আইটি সংস্থায় প্রথম চাকরি পান তিনি। আর সেই চাকরি করতে গিয়েই এক সহকর্মীকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে দেখেন। শেয়ার বাজারের নাম শুনলেও, সেখানে কীভাবে বিনিয়োগ করা হয়, সেটা জানতেন না তিনি। এ বিষয়ে একটু পড়াশোনা করতেই তাঁর আগ্রহ বেড়ে যায়। ক্রমেই শেয়ার বাজারের জ্ঞানের জগতে হারিয়ে যান। আর সেই জ্ঞানের থেকেই আসে সাহস।

এরপর অল্প অল্প টাকা নিয়ে কবিতা ইন্ট্রাডে ট্রেডিং শুরু করেন। প্রাথমিক পর্যায়ে দিন ২০০-৪০০ টাকা লাভ হত। বেশ কয়েকদিন এভাবে চলার পরেই সাহস আসে। একটি পোর্টফোলিও তৈরি করার জন্য ৩ লক্ষ টাকার ব্যক্তিগত ঋণ নেন। সহকর্মীকে ক্যারিয়ার পয়েন্ট আইপিও-তে অ্যাপ্লাই করতে দেখে তিনিও সেখানে বিনিয়োগ করেন। এই একটি সিদ্ধান্তেই তাঁর জীবনকে পালটে দেয়।

কবিতা জানান, তিনি যে শেয়ার বাজারে টাকা খাটাচ্ছেন, তা বাড়িতে বলেননি। বাড়িতে যখন ঋণের চিঠি পৌঁছলো, বাবা-মা রেগে কাঁই! আর পাঁচটা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মতোই তাঁরা শেয়ার বাজার মানেই ফাটকা ভাবতেন। জুয়ার মতোই আরকি! ফলে সেখানে ঋণ নিয়ে বিনিয়োগে ওঁরা মোটেও খুশি ছিলেন না।

কিন্তু কবিতা তাঁর পোর্টফোলিও খুলে দেখাতেই চক্ষু ছানাবড়া হয়ে যায় তাঁদের। মোট ২০ লক্ষ টাকার শেয়ার কবিতার নামে! এরপরে অবশ্য তাঁকে আর বাধা দেননি কবিতার মা-বাবা।

টাকা আয়ের মতো হারিয়েছেনও অনেক। কোনওদিন এমনও গিয়েছে যে ৮ লক্ষ টাকার লোকসান হয়েছে। কিন্তু প্রতিটা লোকসান থেকে শিক্ষা নিয়েছেন তিনি। আর তার থেকেই আরও বেশি করে টাকা পুনরূদ্ধারের পদ্ধতি শিখেছেন কবিতা। আপাতত মূলত সাপ্তাহিক এবং মাসিক সাপ্তাহিক অপশনে ট্রেড করেন কবিতা।

ট্রেডিংয়ে আজ তুমুল সফল তিনি। একদিনে ১৪ লক্ষ টাকাও পর্যন্ত আয় করেছেন। কিন্তু এরপরেও শুধু স্টক মার্কেটকেই পেশা করার বিরুদ্ধে কবিতা। তাঁর মতে, একটি স্থায়ী চাকরি থাকা সবসময়েই গুরুত্বপূর্ণ।

যারা শেয়ার বাজারে নতুন নামছেন, তাঁদের কী বলবেন?

  • যতক্ষণ না আপনি স্টক মার্কেটে বিনিয়োগের জন্য যথেষ্ট তহবিল, জ্ঞান এবং আত্মবিশ্বাস তৈরি হচ্ছে, ততদিন পড়াশোনা চালিয়ে যান। চাকরি করতে থাকুন। টাকা জমিয়ে মূলধন তৈরি করুন।
  • একবারে সব টাকা বিনিয়োগ করবেন না। ছোট ছোট ভাগ করে বিনিয়োগ করা শুরু করুন। ধরুন কারও কাছে মোট ১০ লক্ষ টাকা আছে। প্রথমেই পুরো টাকা ঢালবেন না। ৫০ হাজার টাকা বা ১ লক্ষ টাকা নিয়ে শুরু করুন।
  • কবিতা জানন তাঁর সাফল্যের মূল মন্ত্র হল লাগাতার পড়াশোনা ও শৃঙ্খলা মেনে বিনিয়োগ করা।

পরবর্তী খবর

Latest News

জয় শাহের ICCর বিড়ম্বনা বাড়াল না BCCI! বিরাটদের CTর জার্সিতে থাকছে ‘পাকিস্তান’ একা রোহিত নন, একসঙ্গে মাঠে নামছেন শ্রেয়স-যশস্বী-রাহানে, কোথায় দেখবেন রঞ্জি ম্যাচ ত্বকের চর্চায় ভরসা থাক ডিমের সাদা অংশে, বানিয়ে নিন এই স্পেশাল ফেস মাস্ক সাদিকুর লাল কার্ড বদলে গেল হলুদে, ‘ভুল সিদ্ধান্ত রেফারির’ মেনে নিল ফেডারেশন সামনেই বিহার ভোট, তার আগে মণিপুরের BJP সরকার থেকে সমর্থন প্রত্যাহার নীতীশের দলের ‘‌কার অনুমতিতে হচ্ছে?‌ জমিদারি নাকি?’‌ পর্যটকদের থেকে টাকা নেওয়ায় ক্ষুব্ধ মমতা সুদীপ্তার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ যেতে চান?তাহলে জানুন কবে,কোথায় হচ্ছে অডিশন? ইংল্যান্ড সিরিজে রোহিতকে ছাপিয়ে যেতে পারেন সুর্যকুমার যাদব, কোন রেকর্ডে? ‘ভালবাসা’র জন্মদিন! শ্রীজাত লিখলেন, ‘স্পর্শে তোমার গঞ্জ নিই….’, বউ নয়! কে সে? ২০২৪ প্রভাবশালী গ্লোবাল ভারতীয়ের লিস্টে ২য় খড়গপুর IITর এই প্রাক্তনী,১ নম্বর কে

IPL 2025 News in Bangla

MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.