বাংলা নিউজ > ঘরে বাইরে > Price change from 1st April-সিগারেট থেকে স্মার্টফোন, পয়লা এপ্রিল থেকে দাম বদলে যাচ্ছে এগুলির

Price change from 1st April-সিগারেট থেকে স্মার্টফোন, পয়লা এপ্রিল থেকে দাম বদলে যাচ্ছে এগুলির

ফাইল ছবি: রয়টার্স (Reuters)

বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্থানীয় উৎপাদন বাড়াতে আমদানি-রফতানির শুল্ক সংশোধন করেন। উদাহরণস্বরূপ, পেট্রোলিয়াম পণ্য এবং স্মার্টফোন উত্পাদনের জন্য রাসায়নিকের উপর শুল্কে ছাড় দেওয়া হয়। অন্যদিকে কিছু পণ্যের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় বাজেট ২০২৩-এর নীতি শীঘ্রই লাগু হতে চলেছে। ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে বদলে যেতে চলেছে বেশ কিছু জিনিসপত্রের দাম। সেই তালিকায় রয়েছে সিগারেট থেকে শুরু করে স্মার্টফোন

বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্থানীয় উৎপাদন বাড়াতে আমদানি-রফতানির শুল্ক সংশোধন করেন। উদাহরণস্বরূপ, পেট্রোলিয়াম পণ্য এবং স্মার্টফোন উত্পাদনের জন্য রাসায়নিকের উপর শুল্কে ছাড় দেওয়া হয়। অন্যদিকে কিছু পণ্যের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। আরও পড়ুন: বাজেটে সিগারেটের দাম বৃদ্ধি! কতটা কর বাড়াল কেন্দ্র?

মূল্যবান ধাতু যেমন সোনা এবং প্ল্যাটিনামের দাম বেড়ে যাওয়ায় ১ এপ্রিল থেকে গয়নার দাম আরও বৃদ্ধি পাবে।

লিথিয়াম আয়ন ব্যাটারি আরও সাশ্রয়ী করায় জোর দিয়েছে কেন্দ্র। ইলেকট্রিক যানবাহনের গতি বাড়াতে এই পদক্ষেপ সরকারের।

রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস, যেমন হিং, মটরশুটি থেকে শুরু করে বৈদ্যুতিক চিমনি এবং ল্যাবসৃষ্ট হিরে, আগামী মাসে বেশ কিছু দ্রব্যের দাম পরিবর্তিত হবে। দেখে নিন সম্পূর্ণ তালিকা।

দাম বাড়ছে:

১. রান্নাঘরের বৈদ্যুতিক চিমনির দাম বেড়ে যাবে।

২. সোনা, প্ল্যাটিনাম এবং রূপোর পাত্রের দাম বৃদ্ধি পাবে।

৩. সিগারেটের দাম বাড়তে চলেছে(ধূমপান ছাড়ার আরও এক ভাল কারণ হতে পারে এটি)।

৪. আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যাবে।

৫. গহনার দাম বাড়বে। ফলে উৎসব ও বিয়ের অনুষ্ঠানে খরচ বেড়ে যাবে।

৬. ছোটদের খেলনা এবং সাইকেলের দাম বাড়বে।

৭. LED টিভির দাম বাড়বে।

দাম কমবে

১. কম দামের স্মার্টফোনের সংখ্যা বাড়তে পারে।

২. ইলেকট্রিক যানবাহন আরও সাশ্রয়ী হবে। আরও পড়ুন: 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন