বাংলা নিউজ > ঘরে বাইরে > রক্তচাপ কমাতে, হাড় ও মাংসপেশী মজবুত করতে ও হৃদপিণ্ডের জন্য উপযোগী গ্রিন টি

রক্তচাপ কমাতে, হাড় ও মাংসপেশী মজবুত করতে ও হৃদপিণ্ডের জন্য উপযোগী গ্রিন টি

সপ্তাহে কমপক্ষে ৬ কাপ গ্রিন টি পান করলে রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা ৩৩ শতাংশ কমতে পারে।

বর্তমানে শরীর ও মন সুস্থ রাখতে অনেকেই গ্রিন টি'কেই অগ্রাধিকার দিচ্ছেন।

বর্তমানে শরীর ও মন সুস্থ রাখতে অনেকেই গ্রিন টি'কেই অগ্রাধিকার দিচ্ছেন। গ্রিন টি শুধু হৃদপিণ্ডের জন্যই নয়, বরং মস্তিষ্কের জন্যও উপযোগী। একটি সমীক্ষায় জানা গিয়েছে, গ্রিন টি'তে থাকা ক্যাফিন অ্যাডিনোসিনের উৎপাদন ব্যহত করে। অ্যাডিনোসিন এমন একটি নিউরোট্রান্সমিটার যা, ব্যক্তির সুস্থ ও তরতাজা থাকার বিষয়টিকে নির্ধারিত করে। এর আধিক্যের কারণে স্নায়ুতন্ত্রের কোষ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে অ্যালজাইমারের সম্ভাবনাও দেখা দিতে পারে।

সমীক্ষায় প্রকাশ পেয়েছে যে, গ্রিন টি'তে এল-থিয়ানিন নামক এক যৌগ অত্যধিক পরিমাণে উপস্থিত থাকে। এটি স্ট্রেস হরমোন কর্টিসোলের স্তর হ্রাস করতে ও ফিল-গুড হরমোন সেরোটোনিনের স্তর বাড়াতে বিশেষভাবে সাহায্য করে। আবার এমনও জানা গিয়েছে যে ক্যাফিন ও এল-থিয়ানিন একত্রে স্মরণশক্তি, তর্কশক্তি ও একাগ্রতা বাড়াতে পারে। কফির তুলনায় গ্রিন টি'তে ক্যাফিনের পরিমাণ কম থাকায় এটি পান করলে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কারও দূর হয়। এছাড়াও গ্রিন টি-র একাধিক উপযোগিতা রয়েছে। 

১) রক্তচাপ কমাতে উপযোগী- একটি সমীক্ষা অনুযায়ী, সপ্তাহে কমপক্ষে ছ'কাপ গ্রিন টি পান করলে রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা ৩৩ শতাংশ কমতে পারে।

২) কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে- গ্রিন টি'তে ক্যাটচিন নামক এক অ্যান্টিঅক্সিডেন্টও প্রচুর পরিমাণে Leks। এটি কোলেস্টেরল শোষণের ক্ষমতা হ্রাস করে। তাই দিনে দু'কাপ গ্রিন টি পান করলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়।

৩) হাড় ও মাংসপেশী মজবুত করে- এতে উপস্থিত ফ্ল্যাবেনয়েড হাড় ও মাংসপেশীর ক্ষরণের সমস্যা দূর করে। অন্যদিকে আবার ফাইটোএস্ট্রোজেন শরীরের টিস্যুগুলিকে নষ্ট হতে দেয় না। 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.