Share Market Tips: বেশ কিছু জনপ্রিয় স্টার্টআপের শেয়ার যেমন Paytm, Zomato, Nykaa ইত্যাদি গত এক বছরে অর্ধেকেরও বেশি কমে গিয়েছে। Paytm-এর কথা তো ছেড়েই দিন। প্রায় ৬৬%-এর রেকর্ড পতন হয়েছে এই শেয়ারের। পলিসিবাজার-ও প্রায় ৬০% কমে গিয়েছে। অন্যদিকে Zomato প্রায় ৫৬% হ্রাস পেয়েছে।
বিগ ক্যাপ এবং স্মল ক্যাপ সংস্থাগুলির মধ্যে পিরামল এন্টারপ্রাইজও বিনিয়োগকারীদের কাঁদিয়ে ছেড়েছে। এই শেয়ার ২৬৩৫.৭০ টাকায় ছিল। সেখান থেকে নেমে ৮৫৯.১০ টাকায় চলে এসেছে। এমন পরিস্থিতিতে অনেকেই এই শেয়ারগুলিতে বিনিয়োগ করা ঠিক হবে কিনা ভাবছেন। আবার যাঁরা এক বছর আগে এখানে বিনিয়োগ করেছিলেন, তাঁরা ভাবছেন যে শেয়ার রিবাউন্ড করার জন্য আপাতত হোল্ড করবেন, নাকি বুকে পাথর রেখে বেচে দেবেন। আরও পড়ুন: স্রেফ ৮-৯ মাসেই দারুণ মুনাফার সুযোগ? বিনিয়োগ করতে চাইলে জানুন বিশেষজ্ঞদের মত
- Paytm ১৫৯৩.৯৫ টাকা থেকে নেমে ৫৩৯ টাকায় নেমে এসেছে।
- একইভাবে ব্রাইটকম গ্রুপের শেয়ারেও মাথায় হাত বিনিয়োগকারীদের। এক সময়ে যে শেয়ার ৯১.৮৩ টাকার ছিল, সেটিই এখন নেমে ৩৩.২০ টাকায় চলে এসেছে।
- দেশের সবচেয়ে বড় ১০টি নিম্নগামী শেয়ারের মধ্যে পলিসিবাজারও রয়েছে। সেই শেয়ার ১১৩১.২৫ টাকা থেকে নেমে ৪৬১.৮৫ টাকায় চলে এসেছে।
- Tanla Solutions-এর দামও ১৮৪৬.৯৫ টাকা থেকে প্রায় ৫৮% হ্রাস পেয়েছে। বর্তমানে সেই শেয়ারের দাম ৭৬৯.৮৫ টাকা।
- ফুড ডেলিভারি জায়ান্ট Zomato-র শেয়ারও কমেছে। ১২৬ টাকার শেয়ার এখন মাত্র ৬৪ টাকায় ট্রেড করছে।
- Nykaa-র দুর্দান্ত IPO হয়েছিল। তবে তাদেরও শেয়ার ৩৬০.৫৭ টাকা থেকে ১৭৪.১০ টাকায় নেমে এসেছে।
বিনিয়োগকারীদের ঠিক কী করা উচিত্?
MK গ্লোবাল আপাতত পিরামল-এ বাই রেটিং দিয়ে রেখেছে। টার্গেট প্রাইস রাখা হয়েছে ১,২০০ টাকা। মোট ৭টির মধ্যে ৬টি বিশ্লেষক সংস্থাই এতে Buy রেটিং ধরে রেখেছে।
পলিসি বাজারের ক্ষেত্রেও একই বিষয়। ১১টির মধ্যে ১০টি বিশ্লেষক সংস্থা একে Buy রেটিং দিয়েছে।
অন্যদিকে Zomato-র ক্ষেত্রে ২৩টির মধ্যে ১৭টি বিশ্লেষক বাই রেটিং বজায় রেখেছে। ৪টির মতে আপাতত Hold করা যেতে পারে। বাকিরা Sell রেটিং দিয়েছে। আরও পড়ুন: এক মাসেই ৯৯ টাকার শেয়ার বেড়ে দাঁড়াল ৩২২ টাকা! রাতারাতি ধনী বিনিয়োগকারীরা
বিঃ দ্রঃ- শেয়ার বাজার সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ ও আপডেট মাত্র। এগুলি স্বাধীন বিশেষজ্ঞদের পরামর্শ। সম্পাদকীয় বিনিয়োগ সুপারিশ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত দিক অবশ্যই খতিয়ে দেখে সিদ্ধান্ত নিন।