বাংলা নিউজ > ঘরে বাইরে > ২৪ ঘণ্টার মধ্যেই রাহুলের ‘হৃদয়’ থেকে কীভাবে মন্ত্রিসভার বাইরে গেলেন পাইলট?

২৪ ঘণ্টার মধ্যেই রাহুলের ‘হৃদয়’ থেকে কীভাবে মন্ত্রিসভার বাইরে গেলেন পাইলট?

বর্ষীয়ান কংগ্রেস নেতারা জানিয়েছেন, দলীয় নেতৃত্বের কাছে তিনটি শর্ত রেখেছিলেন পাইলট। যা কার্যত পূরণ করা যায় না (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

এক কংগ্রেস নেতার দাবি, ব্ল্যাকমেল করছিলেন সচিন পাইলট।

সোমবার রাহুল গান্ধীর কার্যালয়ের তরফে ঘোষণা করা হয়, ‘তাঁর হৃদয়ের মাঝে রয়েছে’ সচিন পাইলট। তারইমধ্যে মধ্যস্থতাকারীদের সোনিয়া গান্ধী স্পষ্ট বার্তা দেন, পাইলটকে দলে রাখা হোক। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই পাইলটকে উপ-মুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি সরিয়ে দেওয়া হল কেন? ওই ২৪ ঘণ্টায় হঠাৎ কী হল? কোথা তাল-সুর কাটল?

‘হিন্দুস্তান টাইমস’-কে বর্ষীয়ান কংগ্রেস নেতারা জানিয়েছেন, দলীয় নেতৃত্বের কাছে তিনটি শর্ত রেখেছিলেন পাইলট। যা কার্যত পূরণ করা যায় না। কংগ্রেস নেতাদের বক্তব্য অনুযায়ী, ২০২২ সালের বিধানসভা ভোটের এক বছর আগে তাঁকেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা করার দাবি জানান পাইলট। নাম প্রকাশ না করার শর্তে এক কংগ্রেস নেতা বলেন, ‘শেষ বছরে জনসমক্ষে একটা সরাসরি প্রতিজ্ঞা করা হোক যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন পাইলট, সেই দাবি জানান। উনি দাবি করেন, সবার সামনে এটা ঘোষণা করা হোক।’

কংগ্রেস নেতাদের দাবি অনুযায়ী, নিজের অনুগামীদের জন্য দ্বিতীয় দাবি জানান পাইলট। অর্থাৎ তাঁর সঙ্গে যে মন্ত্রী এবং বিধায়করা বিদ্রোহ ঘোষণা করেছে, তাঁদের ভালো স্থান দিতে হবে। তবে ভালো জায়গা মানে সবাইকে মন্ত্রিত্ব দেওয়ার জাবি জানাননি পাইলট। ওই কংগ্রেস নেতার কথায়, ‘তাঁদের সবাইকে পুরষ্কৃত করতে হবে। যেমন - পুরনিগমের শীর্ষে বসাতে হবে বা অন্য কোনও সংস্থার মাথায় তাঁদের ঠাঁই দিতে হবে।’

আর কংগ্রেসের মধ্যস্থতাকারীদের কাছে তৃতীয় যে দাবি তোলা হয়, তাতে পরিষ্কার জানানো হয়, কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজস্থান কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত অবিনাশ পাণ্ডেকে সরিয়ে দিতে হবে। পাইলটের বিশ্বাস, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পক্ষে থাকেন পাণ্ডে এবং তাঁর পরিবর্তে অন্য কাউকে রাজস্থান কংগ্রেসের দায়িত্ব দিলে পরিস্থিতি আবারও স্বাভাবিক হবে।

ওই বর্ষীয়ান নেতার বক্তব্য, ‘আমরা ওঁনাকে ফিরিয়ে সত্যিই চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা ওঁনার শর্ত মেনে নিতে পারিনি। কারণ ওটা ব্ল্যাকমেল। যদি অন্য রাজ্যেও একই কৌশল নেওয়া হয়?’

বিষয়টি নিয়ে পাইলট মুখ না খুললেও তাঁর এক অনুগামী ‘হিন্দুস্তান টাইমস’-কে বলেন, ‘কিন্তু কংগ্রেস তো অন্য রাজ্যে ক্ষমতায় নেই। তাই ওদের এই ভয়টা কীসের?’

তবে ‘হৃদয়’-এ থাকলেও পাইলটকে ফোন করেননি রাহুল বলে নিশ্চিত হয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। তবে পাইলটের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। পাইলট ক্যাম্পের তরফে অবশ্য দাবি করা হয়েছে, গান্ধীদের তরফে ফোন করেননি প্রিয়াঙ্কা। 

এওদিকে, মঙ্গলবার সকালে সাড়ে ১০ টার সময়ও পাইলটকে কংগ্রেসের তরফে ফোন করা হয় বলে দাবি। ওই কংগ্রেস নেতা বলেন, ‘এমনকী আজ সকালে কংগ্রেসের বিধায়কদের বৈঠকের আগেও  আমরা ওঁনার সঙ্গে কথা বলি। আমরা সবাই ওঁর সঙ্গে কথা বলেছি - দলের ভিতর এবং বাইরে ওঁর শুঙাকাঙ্ক্ষীরা। কিন্তু উনি শুনলেন না।’

ওই নেতার দাবি, বিজেপি পাইলটকে আশ্বাস দিয়েছে যদি পাইলট কংগ্রেস থেকে কমপক্ষে ৩০ জনকে ভাঙিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে বাইরে থেকে সমর্থন দেবে গেরুয়া শিবির। তারপরই কংগ্রেসের তরফে রণদীপ সুরজেওয়ালা ঘোষণা করেন, ‘আমরা দুঃখিত যে সচিন পাইলট এবং তাঁর কয়েকজন মন্ত্রী বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন।’

যদিও পাইলটকে উদ্ধৃত করে তাঁর এক ঘনিষ্ঠ নেতা বলেন, ‘আমি জীবনে কখনও কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলিনি বা করিনি। আমি শুধু চেয়েছিলাম অশোক গেহলট আমায় প্রকাশ্যে যেভাবে হেনস্থা করেছিলেন, তা জনসমক্ষেই স্বীকার করা হোক এবং ঠিক করা হোক।’

ঘরে বাইরে খবর

Latest News

দ্বিতীয় দফার ভোটের আগেই শৈলশহরে অমিত শাহ, নবাবের জেলায় সভা রাজনাথের নিজের ভোটটা ঘাসফুলে কেমন করে দেবেন?‌ জনগণকে টিপস দিলেন মুখ্যমন্ত্রী জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI মঙ্গলের মীনে গমন, ৫ রাশির শুভ সময় হবে শুরু, কর্মক্ষেত্রে হবে দুর্দান্ত অগ্রগতি পাককে মিসাইল-উপাদান সরবরাহকারী চিনা সংস্থা সহ ৪ ফার্মের ওপর মার্কিনি নিষেধাজ্ঞা IPL-এর ইতিহাসে সব থেকে বেশি রান, ডি'ভিলিয়র্সকে টপকে সেরা ৬-এ ধোনি আজ কারা ঘনিষ্ঠ বন্ধুর প্রতি আকৃষ্ট হতে পারেন? কী বলছে আজকের প্রেম রাশিফল এবার সলমনের বাড়ির বাইরে পৌঁছে গেল লরেন্স বিষ্ণোই! তুলতে গেল অ্যাপ ক্যাবের চালক ৫০ এর বেশি যাত্রী নিয়ে মহানদীতে নৌকাডুবি!ওড়িশায় মৃত ১, নিখোঁজ ৭, চলছে উদ্ধারকাজ IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির

Latest IPL News

জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.