প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন আইএএস অমিত খারে। এক নজরে জেনে নিন এই দুঁদে আএএস অফিসারের বিষয়ে-
১৯৮৫ ব্যাচের ঝাড়খণ্ডের আইএএস অফিসার অমিত খারে।
গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রকের সচিবের পদ থেকে অবসর নিয়েছেন তিনি।
এরপর তাঁকে দু’বছরের জন্য নরেন্দ্র মোদীর উপদেষ্টার পদে নিয়োগ করা হয়েছে।
২০২০-র জাতীয় শিক্ষা নীতির ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল।
তার আগে ২০১৮-১৯ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব ছিলেন তিনি।
কেন্দ্রের নয়া ডিজিটাল মিডিয়া নীতির রূপায়নেও ছিলেন অমিত খারে।
কোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং স্বচ্ছ ভাবমূর্তির জন্য তিনি পরিচিত।
এই স্বচ্ছ ভাবমূর্তির অন্যতম নিদর্শন হল বিহারের পশু কেলেঙ্কারি প্রকাশ্যে আনা। সেই সময়ে(১৯৯৫-৯৭ সাল) পশ্চিম সিংভূমের ডেপুটি কমিশনার ছিলেন তিনি। বিহারে পশুখাদ্য নিয়ে দফতরে কোটি কোটি টাকার দুর্নীতি হাতেনাতে ধরেছিলেন তিনি। বড় রাজনৈতিক নামের তোয়াক্কা না করেই তা প্রকাশ্যে এনেছিলেন এই আইএএস অফিসার।
দিল্লির প্রখ্যাত সেন্ট স্টিফেন্স কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক তিনি। আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করেন।