বাংলা নিউজ > ঘরে বাইরে > পশুখাদ্য দুর্নীতি ফাঁস থেকে শিক্ষানীতির রূপকার, দুঁদে আমলা এবার মোদীর উপদেষ্টা

পশুখাদ্য দুর্নীতি ফাঁস থেকে শিক্ষানীতির রূপকার, দুঁদে আমলা এবার মোদীর উপদেষ্টা

ছবি : পিটিআই (PTI)

এক নজরে চিনে নিন এই পরিশ্রমী, দৃঢ়প্রতিজ্ঞ আইএএস অফিসারকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন আইএএস অমিত খারে। এক নজরে জেনে নিন এই দুঁদে আএএস অফিসারের বিষয়ে-

1

১৯৮৫ ব্যাচের ঝাড়খণ্ডের আইএএস অফিসার অমিত খারে।

2

গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রকের সচিবের পদ থেকে অবসর নিয়েছেন তিনি।

3

এরপর তাঁকে দু’বছরের জন্য নরেন্দ্র মোদীর উপদেষ্টার পদে নিয়োগ করা হয়েছে।

4

২০২০-র জাতীয় শিক্ষা নীতির ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল।

5

তার আগে ২০১৮-১৯ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব ছিলেন তিনি।

6

কেন্দ্রের নয়া ডিজিটাল মিডিয়া নীতির রূপায়নেও ছিলেন অমিত খারে।

7

কোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং স্বচ্ছ ভাবমূর্তির জন্য তিনি পরিচিত।

8

এই স্বচ্ছ ভাবমূর্তির অন্যতম নিদর্শন হল বিহারের পশু কেলেঙ্কারি প্রকাশ্যে আনা। সেই সময়ে(১৯৯৫-৯৭ সাল) পশ্চিম সিংভূমের ডেপুটি কমিশনার ছিলেন তিনি। বিহারে পশুখাদ্য নিয়ে দফতরে কোটি কোটি টাকার দুর্নীতি হাতেনাতে ধরেছিলেন তিনি। বড় রাজনৈতিক নামের তোয়াক্কা না করেই তা প্রকাশ্যে এনেছিলেন এই আইএএস অফিসার।

9

দিল্লির প্রখ্যাত সেন্ট স্টিফেন্স কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক তিনি। আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করেন।

বন্ধ করুন