বাংলা নিউজ > ঘরে বাইরে > কবে থেকে অযোধ্য়ার রামমন্দির দর্শন? কটা পিলার! কী ছবি!সব জানাল বিশ্ব হিন্দু পরিষদ

কবে থেকে অযোধ্য়ার রামমন্দির দর্শন? কটা পিলার! কী ছবি!সব জানাল বিশ্ব হিন্দু পরিষদ

অযোধ্যায় সরযূ নদীর ধারে দীপোৎসব উপলক্ষ্যে লেজার শো। (PTI Photo) (PTI)

পরিষদের তরফে জানানো হয়েছে, কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ভিতের কাজ করার পর আমরা গ্রানাইটের কাজের দিকে এগোব।

কবে থেকে সাধারণ মানুষের দর্শনের জন্য খুলে দেওয়া হবে রামমন্দির, সেকথাও জানিয়ে দিল বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে অযোধ্য়ায় রামমন্দির তৈরির কাজ চলছে। ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে মন্দির দর্শনের সুযোগ করে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সমণ্বয়ের রেখে কাজ করা হচ্ছে। ২০২৩এর ডিসেম্বর মাসের মধ্যে ভক্তরা যাতে দর্শন করতে পারেন তার ব্য়বস্থা করা হবে। পরিষদের তরফে জানানো হয়েছে, কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ভিতের কাজ করার পর আমরা গ্রানাইটের কাজের দিকে এগোব। মন্দিরটি ৩৬০ ফুট লম্বা হবে। ২৩৫ ফুট চওড়া হবে। ৫টি মূল পিলার তৈরি করা হচ্ছে। মূল পিলারটি হচ্ছে ১৬১ ফুট উচ্চতা যুক্ত। বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা একথা জানিয়েছেন।

এর সঙ্গেই তিনি জানিয়েছেন, বেঙ্গালুরু থেকে আনা হচ্ছে গ্রাফাইট পাথর। মির্জাপুর ও যোধপুর থেকে আনা হচ্ছে অন্যান্য পাথর। এদিন নির্মীয়মাণ মন্দির প্রাঙ্গনে ৫০ হাজার প্রদীপ জ্বালানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এদিকে গত অক্টোবর মাসেই চম্পত রাই জানিয়েছিলেন, আধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো হচ্ছে মন্দিরটিকে। রাম মন্দিরে পৌরাণিক কাহিনির নানা দিকও তুলে ধরা হচ্ছে। প্রতিটি পিলারে আদিশক্তি নবগ্রহের মুর্তিকে ফুটিয়ে তোলা হবে। 

 

বন্ধ করুন