ইমরানের গ্রফতারির পর পাকিস্তান অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রতিবাদে উত্তাল পিটিআই সমর্থকদের নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় প্রশাসনকে। তার জেরে পাকিস্তানের বহু জায়গায় ইউটিউব, টুইটার, ফেসবুক সাসপেন্ড রয়েছে।
1/4ইমরান খানের গ্রেফতারির পর থেকে কার্যত জ্বলে উঠেছে পাকিস্তান। ইমরানের পার্টি পাকিস্তান তেহরিক এ ইনসাফ বা পিটিআইয়ের সমর্থকরা লাহোর থেকে পেশোয়ারে জায়গায় জায়গায় বিক্ষোভে মত্ত হয়েছেন। আল কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে মঙ্রলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেফতার করে নিয়ে যায় পাক রেঞ্জার্সরা।(ANI Photo) (AFP)
2/4ইমরানের গ্রফতারির পর পাকিস্তান অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রতিবাদে উত্তাল পিটিআই সমর্থকদের নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় প্রশাসনকে। তার জেরে পাকিস্তানের বহু জায়গায় ইউটিউব, টুইটার, ফেসবুক সাসপেন্ড রয়েছে। (Photo by Asif HASSAN / AFP) (AFP)
3/4উল্লেখ্য, গত বছর থেকে চলা এক মামলায় এদিন লাহোর কোর্টে শুনানিতে যোগ দিতে যান ইমরান। সেই সময়ই তাঁকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। এরই মাঝে পাকিস্তানের বহু স্থানীয় মিডিয়া দাবি করেছে, সেদেশের নানান জায়গায় সোশ্যাল মিডিয়ার ওপর বিধি আরোপিত হয়েছে। (Photo by Asif HASSAN / AFP) (AFP)
4/4ইমরান খানের গ্রেফতারির পর থেকেই পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে সেনা হেডকোয়ার্টারে ঢুকে পরে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। লাহোরে সেনার কর্পস কমান্ডারের বাড়িতে অগুন লাগিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া স্তব্ধ হওয়ার মতো ঘটনা বেশ প্রাসঙ্গিক। (Photo by Asif HASSAN / AFP) (AFP)