বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi-Jinping Meet at G20: মোদীর মুখোমুখি জিনপিং! জি ২০ সম্মেলনের ফাঁকে নৈশভোজে কোন ছবি উঠে এল!

Modi-Jinping Meet at G20: মোদীর মুখোমুখি জিনপিং! জি ২০ সম্মেলনের ফাঁকে নৈশভোজে কোন ছবি উঠে এল!

জি ২০ সম্মেলনের ফাঁকে মোদী ও জিনপিং সাক্ষাৎ

মোদীর সঙ্গে জিনপিংয়ের বৈঠক হতে পারে কি না, তা নিয়ে ছিল জল্পনা। তবে জানা যাচ্ছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর আয়োজিত নৈশভোজে মোদী জিনপিং সাক্ষাৎ হলেও, আলাদা করে কোনও বৈঠকের সম্ভাবনা নেই।

যে হাইভোল্টেজ মুহূর্তের অপেক্ষা ছিল এশিয়ার কূটনৈাতিক আঙিনায়, কার্যত সেই মুহূর্ত ধরা পড়ল ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে আয়োজিত জি ২০ সম্মেলনে এক নৈশভোজের মাঝে মুখোমুখি হয়ে গেলেন নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। লাদাখ সংঘাত পরবর্তী সময়ে এমন সাক্ষাৎ দুই দেশের কূটনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ।

ইতিমধ্যেই বিশ্বের শক্তিধর দুই রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের রাষ্ট্রনেতারা জি ২০ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন। সেই বৈঠক ছিল আন্তর্জাতিকমহলের নজরে। এরপর মোদীর সঙ্গে জিনপিংয়ের বৈঠক হতে পারে কি না, তা নিয়ে ছিল জল্পনা। তবে জানা যাচ্ছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর আয়োজিত নৈশভোজে মোদী জিনপিং সাক্ষাৎ হলেও, আলাদা করে কোনও বৈঠকের সম্ভাবনা নেই। প্রসঙ্গত, এর আগে এসসিও বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎ হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। তবে সেই সময় এসসিওর একটি নৈশভোজ এড়িয়ে গিয়েছিলেন মোদী। তারপরই জল্পনার মাত্রা বাড়ে জি ২০ সাম্মেলন ঘিরে। সেখানে চিনা প্রেসিডেন্টের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে কি না, তা নিয়ে ছিল জল্পনা।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি আসে পূর্ব লাদাখে চিনা আগ্রাসন ঘিরে। লাদাখে গালওয়ান যুদ্ধে বহু ভারতীয় সেনা জওয়ান শহিদ হন। ছেড়ে কথা বলেনি ভারতও। সেই সময়ের পর থেকে লাদাখে বিভিন্ন ফ্রিকশন পয়েন্টে সেনা প্রত্যাহার নিয়ে দুই দেশে বহু সেনাস্তরীয় আলোচনা হলেও। তা ফলপ্রসূ হয়নি। এরপর থেকে চিন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কে বেশ খানিকটা অবনতি দেখা দেয়। এদিকে, গতকালই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে উঠে আসে উত্তর কোরিয়া থেকে ইউক্রেনে রুশ হামলা পর্ব।  উঠে আসে তাইওয়ান প্রসঙ্গ। এরপর মোদীর সঙ্গে জিনপিংয়ের কী কথা হল নৈশভোজের মাঝে, তা নিয়ে রয়েছে জল্পনা।

 

 

 

 

 

 

 

বন্ধ করুন