বাংলা নিউজ > ঘরে বাইরে > G20 Presidency: জি ২০লোগোতে থাকছে পদ্মফুলের ছবি, উদ্বোধন করলেন মোদী

G20 Presidency: জি ২০লোগোতে থাকছে পদ্মফুলের ছবি, উদ্বোধন করলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PTI Photo) (PTI)

তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে জ্ঞানের দেবী, সমৃদ্ধির দেবী পদ্মের উপরেই বসেন। এটাই গোটা বিশ্ব চায়। পৃথিবীও পদ্মের উপর বসে রয়েছে। পদ্মের সাতটি পাপড়িও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গোটা বিশ্বের গানও সাত সুরে বাঁধা। এই সাতটি সুর একসঙ্গে হলেই তা যথাযথ শুনতে লাগে।

কুণাল গৌরব

জি-২০ লোগোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে এর থিম, ওয়েবসাইট সবেরই সূচণা হয়েছে। এই লোগোর মাধ্যমে দেশের বার্তাকেও তুলে ধরা হয়েছে। ভারতের জাতীয় পতাকায় থাকা রঙ এই লোগোতে তুলে ধরা হয়েছে। পদ্মের উপর বসে রয়েছে পৃথিবী। এই ছবিকে এখানে রাখা হয়েছে। এই লোগোর সাতটি পাপড়ি সাতটি মহাদেশকে চিহ্নিত করছে। মহাদেশগুলিকেও কাছাকাছি আনছে এই পালক। জি ২০ ইন্ডিয়া ২০২৩- বসুধৈব কুটুম্বকম, ওয়ান আর্থ, ওয়ান ফ্য়ামিলি, ওয়ান ফিউচার।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ইভেন্টে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই লোগোর ব্যাপারে মতামত দেওয়ার জন্য হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভারতের জি ২০ প্রেসিডেন্সি এমন একটা সময়ে আসছে যখন পৃথিবী জুড়ে নানা সংকট ও অশান্তি চলছে। অতিমারির পরবর্তী সময়ে ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে পৃথিবী। তিনি জানিয়েছেন, বর্তমান সময়ে আশার প্রতীক হল পদ্ম। সেটিই থাকছে লোগোতে। যত সংকটজনক পরিস্থিতিই হোক না কেন পদ্ম ফুটবেই।

তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে জ্ঞানের দেবী, সমৃদ্ধির দেবী পদ্মের উপরেই বসেন। এটাই গোটা বিশ্ব চায়। পৃথিবীও পদ্মের উপর বসে রয়েছে। পদ্মের সাতটি পাপড়িও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গোটা বিশ্বের গানও সাত সুরে বাঁধা। এই সাতটি সুর একসঙ্গে হলেই তা যথাযথ শুনতে লাগে।

এই জি ২০ প্রেসিডেন্সিতে গোটা দেশজুড়ে ৩২টি জায়গায় অন্তত ২০০টি মিটিং করা হবে।

বন্ধ করুন