বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi Gifts world leaders: জি ২০ সম্মেলনে রাষ্ট্রনেতাদের মোদী উপহার হিমাচল,গুজরাটের নানা সামগ্রী! কী পেলেন সুনক,বাইডেন

Modi Gifts world leaders: জি ২০ সম্মেলনে রাষ্ট্রনেতাদের মোদী উপহার হিমাচল,গুজরাটের নানা সামগ্রী! কী পেলেন সুনক,বাইডেন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাচেকে ভারতের তরফে উপহার দেওয়া হয়েছে এই পিতলের সেট। মূলত এটি হিমাচলের কুলু ও মান্ডিতে পাওয়া যায়। সেখানে বাদ্যযন্ত্র হিসাবে এই সেট দেখা যায়। যদিও বর্তমানে তা ঘর সাজানোর জিনিস হিসাবে ব্যবহৃত হয়।