বাংলা নিউজ > ঘরে বাইরে > G20 Summit 2023: যেন ছোটবেলার বন্ধু! মোদীর কাঁধে হাত রেখে কথা বাইডেনের, ভারতে আস্থা সুনকের
নরেন্দ্র মোদীর কাঁধে হাত জো বাইডেনের। (ছবি সৌজন্যে পিটিআই)

G20 Summit 2023: যেন ছোটবেলার বন্ধু! মোদীর কাঁধে হাত রেখে কথা বাইডেনের, ভারতে আস্থা সুনকের

G20 Summit 2023 Highlights: আজ মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদী।

G20 Summit 2023 Highlights: শনিবার এবং রবিবার ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলনের আসর বসতে চলেছে। আমেরিকা, রাশিয়া, চিনের মতো দেশের উপস্থিতিতে সেই সম্মেলনের সভাপতিত্ব করবে ভারত। এবারের সম্মেলনের থিম হল 'এক বিশ্ব, এক পরিবার'। তারইমধ্যে শুক্রবার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্ররিন্দ জগন্নাথের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে কী কী হল ও সার্বিকভাবে জি২০ সম্মেলন ঘিরে কী কী হল, সেটার হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

08 Sep 2023, 10:49:40 PM IST

G20 Summit 2023 LIVE: G20-তে খাবার মেনুতে কী কী থাকছে?

G20 Dinner Menu: তন্দুরি রুটি, বাটার নান, তেঁতুলের চাটনি তো থাকছেই, আজকের জি-২০ ডিনারে থাকছে বড় চমক – বিশ্বের তাবড়-তাবড় নেতারা আসছেন। তাঁদের জন্য কী থাকছে? - ক্লিক করুন এখানে

08 Sep 2023, 10:29:14 PM IST

G20 Summit 2023 LIVE: মোদীর কাঁধে বন্ধুর মতো হাত বাইডেনের, হাসি ২ জনেরই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাঁধে হাত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাঁরা আজ দ্বিপাক্ষিক বৈঠক করেন। ঘণ্টাখানেকের মতো বৈঠক চলে। দু'জনকে হাসতেও দেখা গিয়েছে।

08 Sep 2023, 09:56:03 PM IST

G20 Summit 2023 LIVE: ভারত মণ্ডপমে হল 'সাউন্ড অ্যান্ড ফাউন্টেন' শো

জি২০ সম্মেলনের আগে ভারত মণ্ডপমে হল 'সাউন্ড অ্যান্ড ফাউন্টেন' শো। বিভিন্ন রঙের ছটায় উদ্ভাসিত হয়ে ওঠে নয়াদিল্লির প্রগতি ময়দান। ভারত মণ্ডপমেই জি২০ সম্মেলন হবে। আসবেন বিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতারা। সেজন্য বিশেষভাবে ভারত মণ্ডপমকে সাজিয়ে তোলা হয়েছে। ভারতের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে ভারত মণ্ডপমে। তারইমধ্যে আজ ভারত মণ্ডপমে বিশেষ 'সাউন্ড অ্যান্ড ফাউন্টেন' শো আয়োজন করা হয়। সৌন্দর্যের পাশাপাশি ভারত মণ্ডপমে সুরক্ষার উপর জোর দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভারত মণ্ডপম। ‘অ্যান্টি-স্নাইপার’ ডিভাইস বসানো হয়েছে।

08 Sep 2023, 09:38:10 PM IST

G20 Summit 2023 LIVE: ‘আর্থিক সম্পর্ক আরও মজবুত করা নিয়ে আলোচনা’ মোদী-বাইডেনের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: সাত লোক কল্যাণ মার্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানাতে পেরে আনন্দ বোধ করছি। আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি। যা ভারত এবং আমেরিকার মধ্যে আর্থিক সম্পর্ককে আরও মজবুত করবে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও মজবুত হবে। বিশ্বের মঙ্গলের জন্য আমাদের দুই দেশের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

08 Sep 2023, 09:26:25 PM IST

G20 Summit 2023 LIVE: জি২০ সম্মেলনের সাফল্য কামনায় গঙ্গাপুজো বাংলার রাজ্যপালের

ভারতে জি২০ সম্মেলনের সাফল্য কামনা করে গঙ্গাপুজো সিভি আনন্দ বোসের। শুক্রবার বাবুঘাটে গঙ্গাপুজো করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। আজ সকাল-সকাল বাবুঘাটে চলে আসেন রাজ্যপাল। পুরোহিতের সঙ্গে মন্ত্রোচ্চারণ করে মা গঙ্গার কাছে ভারতের সাফল্য কামনা করেন। মা গঙ্গার উদ্দেশ্যে অঞ্জলিও দেন রাজ্যপাল। 

08 Sep 2023, 09:02:57 PM IST

G20 Summit 2023 LIVE: মোদী এবং হাসিনার বৈঠকে কী আলোচনা হল?

'আরও নতুন-নতুন ক্ষেত্রে হাতে মেলাবে ভারত-বাংলাদেশ', অঙ্গীকার মোদী ও হাসিনার - জি২০ সম্মেলনের আগে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা – বিস্তারিত পড়ুন এখানে

08 Sep 2023, 08:37:08 PM IST

G20 Summit 2023 LIVE: সম্পর্ক আরও মজবুত করতে আলোচনা মোদী-বাইডেনের

ভারতের প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক চলছে নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা চলছে। ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও মজবুত করার জন্য আলোচনা চলছে।

08 Sep 2023, 08:17:45 PM IST

G20 Summit 2023 LIVE: ভারতে এলেন ট্রুডো ও এরদোয়ান

ভারতে এলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। তাঁরা জি-২০ সম্মেলনে যোগ দেবেন।

08 Sep 2023, 07:55:09 PM IST

G20 Summit 2023 LIVE: কী কী বিষয়ে কথা হয়েছে মোদী ও হাসিনার, জানাল ভারত

ভারতের প্রধানমন্ত্রী দফতরের তরফে বলা হয়েছে, 'নতুন-নতুন ক্ষেত্রে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য (বাংলাদেশের) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতির মতো একাধিক ক্ষেত্রে দু'দেশের বন্ধন আরও মজবুত করার বিষয়ে তাঁর একমত হয়েছেন। সেইসঙ্গে দু'দেশের মানুষের সম্পর্কের বন্ধনও মজবুত করার বিষয়ে একমত হয়েছেন তাঁরা।'

08 Sep 2023, 07:43:26 PM IST

G20 Summit 2023 LIVE: রাশিয়া-ইউক্রেনের সংঘাত নিয়ে ভারতকে জ্ঞান নয়, বললেন সুনক

রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ভারতের অবস্থান কী হবে, তা নিয়ে 'পরামর্শ' দিলেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। তিনি বলেন, 'আন্তর্জাতিক ইস্যুতে কী অবস্থান হওয়া উচিত, সেটা আমি ভারতকে বলব না। তবে আমি জানি যে আন্তর্জাতিক আইনি, রাষ্ট্রসংঘের সনদ এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানায় ভারত।'

08 Sep 2023, 07:24:34 PM IST

G20 Summit 2023 LIVE: ‘আমি গর্বিত হিন্দু’, বললেন ঋষি সুনক

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেন, 'আমি গর্বিত হিন্দু। সেভাবেই আমি বড় হয়েছি। আমি এরকমই। আশা করছি যে কোনও মন্দিরে যেতে পারব আমি। কয়েকদিন এখানে আছি আমি। সদ্য রাখীপূর্ণিমা গিয়েছে। আমার বোনেদের থেকে রাখী পেয়েছি। জন্মাষ্টমী পালনের মতো সময় পাইনি। তবে এবার যদি কোনও মন্দিরে যেতে পারি, তাহলে আমার স্বপ্নপূরণ হবে।'

08 Sep 2023, 07:01:03 PM IST

G20 Summit 2023 LIVE: দিল্লিতে চলে এলেন বাইডেন, বৈঠক করবেন মোদীর সঙ্গে

দিল্লিতে পৌঁছে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। যিনি জি২০ সম্মেলনে যোগ দেবেন।

08 Sep 2023, 06:45:40 PM IST

G20 Summit 2023 LIVE: জি২০ সম্মেলনের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে

G-20 Security: জলে, স্থলে, আকাশে কড়া নজরদারি, মোতায়েন যুদ্ধবিমান, জি-২০ তে নজরকাড়া সুরক্ষা - মেগা সম্মেলনের জন্য কীভাবে দিল্লিকে নিরাপত্তার চাদের মুড়ে ফেলা হয়েছে, তা দেখে নিন – এখানে ক্লিক করুন

08 Sep 2023, 06:32:20 PM IST

G20 Summit 2023 LIVE: ‘চিন একটি বহুপাক্ষিক দেশ’, বললেন জি২০ শেরপা

জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারইমধ্যে জি২০ শেরপা অমিতাভ কন্ত জানান, চিন একটি বহুপাক্ষিক দেশ। আর বহুপাক্ষিক বিষয়গুলি দ্বিপাক্ষিক বিষয়ের থেকে একেবারে আলাদা।

08 Sep 2023, 06:22:09 PM IST

G20 Summit 2023 LIVE: হাসিমুখে সাক্ষাৎ, হাসিনার সঙ্গে বৈঠক সারলেন মোদী

জি২০ সম্মলেনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'জনে একেবারে হাসিমুখে সাক্ষাৎ করেন। তারপর একাধিক আধিকারিকের উপরস্থিতিতে দু'জনে আলোচনা সারেন। হাজির ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও।

08 Sep 2023, 06:18:28 PM IST

G20 Summit 2023 LIVE: রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজে যোগ দিচ্ছেন মমতা

জি২০ সম্মেলনের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত মণ্ডপমে সেই নৈশভোজের আয়োজন করা হয়েছে। যেখানে জি২০ সম্মেলন হবে। নবান্ন সূত্রে খবর, নৈশভোজে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করবেন।

08 Sep 2023, 06:11:17 PM IST

G20 Summit 2023 LIVE: ৩ দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী

আগামী তিনদিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি২০ সম্মেলনের মধ্যেই শনিবার ব্রিটেন, জাপান, জার্মানি এবং ইতালির রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সূত্রের খবর, রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন মোদী।

08 Sep 2023, 06:02:17 PM IST

G20 Summit 2023 LIVE: মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন মোদী

মরিশাসের প্রধানমন্ত্রী প্ররিন্দ জগন্নাথের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা জি২০ সম্মেলন শুরুর আগে মোদীর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। তবে তাঁদের মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা এখনও জানানো হয়নি।

08 Sep 2023, 06:00:05 PM IST

G20 Summit 2023 LIVE: 'জি২০ সম্মেলন আয়োজনের জন্য এখন সেরা দেশ ভারত'

জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসে গিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, 'জি২-র মধ্যমে ভারতের সাফল্যের গাঁথা ফুটে উঠছে। এই সম্মেলন আয়োজনের জন্য এখন ভারতই সেরা দেশ। আমার মনে হচ্ছে যে আগামী দু'দিন অত্যন্ত ভালো কাটবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। সিদ্ধান্ত নেওয়া হবে।'

08 Sep 2023, 05:49:26 PM IST

G20 Summit 2023 LIVE: আমেরিকা, বাংলাদেশ ও মরিশাসের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে, আশা মোদীর

শুক্রবার সন্ধ্যায় তিন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে নিজেই টুইটারে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় আমার বাসভবনে তিনটি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য মুখিয়ে আছি। মরিশাসের প্রধানমন্ত্রী প্ররিন্দ জগন্নাথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে বৈঠক করব আমি। ওই বৈঠকের মাধ্যমে ওই তিনটি দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করার সুযোগ মিলবে এবং ওই দেশগুলির সঙ্গে ভারতের সমন্বয় আরও বাড়বে।’

08 Sep 2023, 05:49:26 PM IST

G20 Summit 2023 LIVE: বাইডেন, হাসিনা-সহ ৩ রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন মোদী

শনিবার এবং রবিবার ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলনের আসর বসতে চলেছে। আমেরিকা, রাশিয়া, চিনের মতো দেশের উপস্থিতিতে সেই সম্মেলনের সভাপতিত্ব করবে ভারত। এবারের সম্মেলনের থিম হল 'এক বিশ্ব, এক পরিবার'। যা বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরেই সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে মরিশাসের প্রধানমন্ত্রী প্ররিন্দ জগন্নাথের সঙ্গে আলোচনা করেছেন।

ঘরে বাইরে খবর

Latest News

মাঘ মাসের গুপ্ত নবরাত্রি ২০২৫ শুরু হচ্ছে ৩০ জানুয়ারি, অষ্টমী কবে? 'ঠিকমত তদন্ত … মৃত্যুদণ্ড হয়নি,' সঞ্জয়ের সাজা ঘোষণার পর বললেন নির্যাতিতার বাবা হাঁপ ছাড়ল পুরুলিয়া! বাঘ গেল কোনপথে? পায়ের ছাপে লুকিয়ে ইঙ্গিত ঝকঝকে দিঘার হোটেল, রান্নাঘরে উঁকি দিতেই অবাক আধিকারিকরা, পচা খাবারে ভর্তি! বাবার বিয়েতে পুঁটি-অন্তঃসত্ত্বা মানসী,বাবুর মা! রুবেল-শ্বেতার বউভাতে টিম নিম ফুল রঞ্জিতে রোহিত শর্মার বিরুদ্ধে বল করতে পারেন রোহিত শর্মা, সেই সম্ভাবনা প্রবল ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ কবে শেষ হবে? বড় ধাঁধার জবাব দিলেন দেব শেষদিন হরগৌরীর সেটে ফিরল 'শঙ্কর' রাহুল, ৭৬৭ এপিসোডে ফুলস্টপ, চোখ জল নীলাঞ্জনার বাড়িতে আসছে খাম! ভরে দিতে হবে টাকা, ‘মন পড়তে’ নয়া কৌশল সিপিএমের চিলকুর বালাজি মন্দিরে পুজো প্রিয়াঙ্কার, রাজামৌলির বিগা বাজেট সিনেমাই কি এর কারণ

IPL 2025 News in Bangla

LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.