বাংলা নিউজ > ঘরে বাইরে > G20 Summit Update: 'আমি কোভিড পজিটিভ,' জি-২০ সামিটে আসছেন না স্পেনের প্রেসিডেন্ট

G20 Summit Update: 'আমি কোভিড পজিটিভ,' জি-২০ সামিটে আসছেন না স্পেনের প্রেসিডেন্ট

স্পেনের প্রেসিডেন্ট । (এক্স)

এর আগে জানা গিয়েছিল চিনের প্রেসিডেন্ট জি জিনপিং নিউ দিল্লিতে জি-২০ সামিটে আসছেন না। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জি-২০ সামিটে আসছেন না। এবার স্পেনের প্রেসিডেন্টও জানিয়ে দিলেন তিনি জি-২০ সামিটে আসছেন না। কারণ তাঁর করোনা হয়েছে।

জি-২০ সামিট। একে একে রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন দিল্লিতে। তবে শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করলেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাংচেজ। কারণ বৃহস্পতিবারই তাঁর কোভিড পরীক্ষা করা হয়। দেখা যায় তিনি কোভিড পজিটিভ। এরপরই তাঁর সফর বাতিল করা হয়। খবর এএনআই সূত্রে।

তিনি এক্স প্লাটফর্মে লিখেছেন, বিকালবেলা কোভিড পরীক্ষা করেছিলাম। দেখলাম আমি কোভিড পজিটিভ। আমি জি-২০ সামিটে যোগ দেওয়ার জন্য দিল্লি যেতে পারছি না। আমি এখন ঠিক আছি।

তবে স্পেনের প্রেসিডেন্ট না এলেও জি-২০ সামিটে প্রথম ভাইস প্রেসিডেন্ট নাদিয়া কালভিনো, মিনিস্টার অফ ইকোনমিক অ্য়াফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স, ইইউ অ্যান্ড কো-অপারেশন প্রতিনিধিত্ব করবেন।

এর আগে জানা গিয়েছিল চিনের প্রেসিডেন্ট জি জিনপিং নিউ দিল্লিতে জি-২০ সামিটে আসছেন না। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জি-২০ সামিটে আসছেন না। এবার স্পেনের প্রেসিডেন্টও জানিয়ে দিলেন তিনি জি-২০ সামিটে আসছেন না। কারণ তাঁর করোনা হয়েছে।

এদিকে একে একে বিদেশি রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন ভারতে। কারা কারা জি-২০ সামিটে আসেন সেদিকে গোটা বিশ্ব নজর রাখছে। কার্যত আন্তর্জাতিকস্তরে এটা নিঃসন্দেহে একটা মেগা ইভেন্ট। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি অতিথিরা একে একে দিল্লিতে আসছেন। তাঁদের সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। ভারতে তাঁদের আতিথেয়তায় যাতে কোনও সমস্যা না হয় সেটা সবরকম ভাবে খেয়াল রাখা হচ্ছে।

ভারত এই সামিটের মাধ্যমে একদিকে ঐতিহ্য ও অন্যদিকে ভারতের প্রযুক্তিগত উন্নয়নকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে।

গোটা দেশের ৬০টা শহরে এই জি-২০ সম্পর্কিত ২০০টি মিটিং ইতিমধ্য়েই হয়েছে। গোটা বছর ধরে বহু মন্ত্রী , আমলা. বিদেশি অতিথিরা এই সামিটে অংশ নিয়েছিলেন। পরের জি-২০ মিটিং হতে পারে ব্রাজিলে। তারপর ২০২৫ সালের জি-২০ মিটিং হবে দক্ষিণ আফ্রিকা। তার আগে এবছর জি-২০ এর আয়োজক দেশ হল ভারত।

 

পরবর্তী খবর

Latest News

মেয়ে মধুচক্রে জড়িত দাবি সাইবার প্রতারকের,হৃদরোগে মৃত্যু শিক্ষিকার টটেনহ্যামের কাছে হারের পর পোর্তোর সঙ্গে ড্র! এখনও টেন হ্যাগ বলছেন,‘ধৈর্য্য ধরুন’ পরিচালকের সঙ্গে সমস্যার কারণেই তুম্বাদ থেকে সরে যান? গুজব নিয়ে মুখ খুললেন সোহম ‘মিডিয়া আমাকেই উল্টে দোষারোপ করেছিল...’ কী নিয়ে এমন বললেন পদ্মপ্রিয়া বাবা সুনীল শেট্টির জুতোয় পা গলাতে চললেন আহান! বর্ডার ২-তে যুক্ত হয়েই লিখলেন… আজই তৈরি হতে পারে নিম্নচাপ, পুজোর আগে ভাসবে বাংলার কোন কোন জেলা? খারাপ পারফরমেন্সের শাস্তি? চার মাসের বেতন আটকে পাক ক্রিকেটারদের…শুরু নয়া বিতর্ক… সিনিয়রদের সঙ্গে বৈঠকে জুনিয়ররা, চিকিৎসক আন্দোলনে নয়া মোড় আসতে চলেছে এবার? পুজোয় বাড়িতে দই বড়া বানানোর প্ল্যান? এই নিয়মগুলি মানলে খেতে লাগবে দুর্দান্ত হার্টে স্টেন্ট বসানোর পর কিছুটা সুস্থ রজনীকান্ত, হাসপাতাল থেকে ফিরলেন বাড়ি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.