বাংলা নিউজ > ঘরে বাইরে > যাদের জন্য কাজে দেরি হল, তাদের ছবি লাগান- NHAI-এর কর্তাদের বললেন ক্ষুব্ধ গডকড়ি

যাদের জন্য কাজে দেরি হল, তাদের ছবি লাগান- NHAI-এর কর্তাদের বললেন ক্ষুব্ধ গডকড়ি

নীতিন গডকড়ি (PTI)

নয় বছর কি ভাবে লাগে একটি বাড়ি বানাতে, সরকারি কর্তাদের প্রশ্ন মন্ত্রীর। 

কাজে কেন বিলম্ব ঘটছে, এই নিয়ে আমলাদের তীব্র ভর্ৎসনা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রী নীতিন গডকড়ি। National Highway Authority of India (NHAI) এর কর্তাদের তিনি তিরস্কার করেন কাজে বিলম্ব করার জন্য। সামগ্রিক ভাবেই ভারতীয় আমলাতন্ত্রে যে সমস্যাগুলি সেটিও তুলে ধরেন মোদী সরকারের অন্যতম বর্ষীয়ান এই মন্ত্রী। 

NHAI-এর নয়া অফিসের ভার্চুয়াল উদ্বোধনের সময়ই ক্ষোভে ফেটে পড়েন গডকড়ি। তিনি বলেন যে সাধারণত সবাইকে বাহবা দেওয়া হয় কোনও কাজ সম্পন্ন হলে কিন্তু এই ক্ষেত্রে সেটি দেওয়া সম্ভব না। ২০০৮-এ এই বাড়ি নির্মাণের সিদ্ধান্ত হয়, ২০১১-এ টেন্ডার পাশ হয় ও অবশেষে ২০২০ তে ২০০-২৫০ কোটি টাকার কাজ শেষ হল দুটি সরকার ও আটখানি চেয়ারম্যানের পর। পরিহাস করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে যাদের জন্য নয় বছর লাগল, সেই অফিসারদের ছবি অবশ্যই অফিসের বাইরে লাগানো উচিত। এতদিন কিভাবে লাগল, ভেবেই লজ্জা লাগছে, বলে জানান গডকড়ি। 

জিএম ও সিজিএমরা কতটাই অকর্মণ্য সেটি এই বাড়ি নির্মাণের ক্ষেত্রে বেআব্রু হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। NHAI-এর সংস্কারের প্রয়োজন আছে ও হায়ারিং প্রক্রিয়াতেি গলদ আছে বলে তিনি মনে করেন। যারা আইআইটির থেকে পাশ করছে, এমন প্রতিভারা এখানে বেশিদিন কাজ করছে না। অন্যদিকে যাদের কোনও ট্যালেন্ট নেই, তারা ঘষে ঘষে চিফ জেনারেল ম্যানেজার হয়ে যাচ্ছে বলে মনে করেন নীতিন গডকড়ি। 

সরকারি এই সংস্থার কর্তারা মন্ত্রকের পরামর্শ নেন না ও সেই কারণে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয় বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু এই জিনিস যে তিনি মেনে নেবেন না, সেটিও সাফ করেন তিনি। 

তিনি বলেন যে আপাতত গাধা ও ঘোড়ার এক দর যাচ্ছে কিন্তু কারা কাজ করছে না, অপদার্থ সেটি চিহ্নিত করে তাদের অন্য দফতরে পাঠাতে হবে। কোনও ভাবেই অপদার্থদের রাখা যাবে না বলে সাফ জানান তিনি। 

কর্মসংস্কৃতির বদলের জন্য এই অনুষ্ঠানে বার্তা দেন তিনি। নেচিবাচক মানসিকতার লোকজন যারা কমিটি বানিয়ে কাজের গতি রুদ্ধ করে দেয়, তাদের এবার বিদায় করার প্রয়োজন এসেছে বলে তিনি জানান। মন্ত্রী বারবার বলার পরেও যদি কাজ না হয়, তাহলে তাদের নিকাল কে বাহার ফেকো, এরকম চাঁছাছোলা ভাষায় নিজের বার্তা দেন নীতিন গডকড়ি। 

ঘরে বাইরে খবর

Latest News

'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.