
গান্ধী ময়দান বিস্ফোরণ মামলা : ব্ল্যাক বিউটি সহ ৯জনকে দোষী ঘোষণা NIA আদালতের
১ মিনিটে পড়ুন . Updated: 27 Oct 2021, 04:33 PM IST- বেশিরভাগ অভিযুক্ত ঝাড়খণ্ডের বাসিন্দা। কয়েকজন রায়পুর ও উত্তরপ্রদেশ থেকে এসেছিল।
২০১৩ সাল। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল পটনার গান্ধী ময়দান। প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর হুঙ্কার মিছিল আয়োজনের কথা ছিল সেবার। তার আগেই বড় বিস্ফোরণ। সেই বিস্ফোরণে মৃত্য়ু হয়েছিল ৬জনের।জখম হয়েছিলেন প্রায় ৯০জন। এদিকে সেই ঘটনায় ৯জনকে দোষী সাব্যস্ত করল পটনার স্পেশাল এনআইএ আদালত। দশজনের মধ্যে অন্যতম ফকরুদ্দিন প্রমাণের অভাবে মুক্তি পান। বোম রাখা, বিস্ফোরণ ঘটানোর অভিযোগ দোষী সাব্যস্ত হয়েছে ইমতিয়াজ আনসারি, হায়দার আলি ওরফ ব্ল্য়াক বিউটি, মহম্মদ মুজিবুল্লাহ আনসারি, উমর সিদ্দিকি, আজহারউদ্দিন কুরেশি, আহমেদ হোসেন, নওয়াজ আনসারি, মহম্মদ ইফতিকার আলম ও ফিরোজ আসলাম।
এনআইএ'র আইনজীবী লালন সিং সাংবাদিকদের জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ৯জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বেশিরভাগ অভিযুক্ত ঝাড়খণ্ডের বাসিন্দা। কয়েকজন রায়পুর ও উত্তরপ্রদেশ থেকে এসেছিল। আমরা অভিযুক্তদের মৃত্য়ুদন্ডের আবেদন করেছি। জানিয়েছেন এনআইএ'র আইনজীবী লালন সিং। তিনি আরও জানিয়েছেন এরা সকলেই সিমির সদস্য। এদিকে পটনা সিভিল কোর্ট কমপ্লেক্সেই অভিযুক্তদের সামনেই আদালত এদিন রায় দান করে। রায়দান চলাকালীন কড়া নিরাপত্তার ব্য়বস্থা করা হয়েছিল। অশান্তি এড়াতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। গোটা কোর্ট চত্বর পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল।