বাংলা নিউজ > ঘরে বাইরে > Gandhis Vote in Congress President Election: শশী বনাম খাড়গের লড়াইতে নিজেদের মতদান করলেন সনিয়া, রাহুল গান্ধীরা

Gandhis Vote in Congress President Election: শশী বনাম খাড়গের লড়াইতে নিজেদের মতদান করলেন সনিয়া, রাহুল গান্ধীরা

কংগ্রেস সভাতি নির্বাচনে ভোট দিলেন রাহুল গান্ধী। (ছবি - টুইটার)

কর্ণাটকের এক কেন্দ্রে কংগ্রেস সভাতি নির্বাচনে ভোট দিলেন রাহুল গান্ধী। এদিকে সনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীরা দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে নিজেদের ভোট দেন। 

কংগ্রেস সভাপতি নির্বাচনে রাহুল গান্ধীর ভোটদান নিয়ে চরম জল্পনা তৈরি হয়েছিল। মনে করা হয়েছিল যে তিনি বা গান্ধী পরিবারের কেউ হয়ত সভাপতি নির্বাচনে নিজেদের মতদান করবেন না। তবে সোমবার ভোট দেন রাহুল গান্ধী। ভারত জোড়ো পদযাত্রার মাঝেই বল্লারিতে অস্থায়ী ভোটকেন্দ্রে নিজের মতদান করে আসেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

এদিকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীও সোমবার তাঁর উত্তরাধিকারী নির্বাচনে ভোট দেন। দিল্লিতে আকবর রোডে অবস্থিত কংগ্রেস সদর দফতরে নিয়ের ভোট দেন সনিয়া। তাঁর সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও ভোট দিতে যান। নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের সনিয়া গান্ধী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এটার জন্য অপেক্ষা করছিলাম।’

এদিকে আজকে ভোটদান শুরুর আগে শশী থারুর তাঁর প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ফোনে কথা বলেন। উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় পরে ফের একবার কংগ্রেস সভাপতি পদের জন্য নির্বাচন হচ্ছে আজ। মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুরের ভাগ্য নির্ধারণ করবেন ৯,৮৫০ জন প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধিরা। আজ এআইসিসি-র সদর দফতরে আজ সাতসকালে প্রথম ভোটদান করেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর পরেই ভোট দিতে দেখা যায় জয়রাম রমেশকে। বেলা এগোনোর সঙ্গে সঙ্গে একে একে সব নেতারা গিয়ে ভোট দিয়েছেন। ভোট দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিংও। দলের কেন্দ্রীয় নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটদানের জন্য ৬৭টি বুথ স্থাপন করা হয়েছে৷ ভোটের প্রক্রিয়া শেষ হয়ে গেলে, সমস্ত ব্যালট বাক্স নয়াদিল্লিতে এআইসিসি সদর দফতরে নিয়ে যাওয়া হবে৷ বুধবার ভোটগণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল ঘোষণা করা হবে৷ 

 

বন্ধ করুন