অবিনাশ কুমার
জয়নগর-আনন্দবিহার গরীবরথ এক্সপ্রেস ট্রেনে( ১২৪৩৫)। কার্যত বগি আর ইঞ্জিন আলাদা হয়ে যায়। ১৮টা বগি ছাড়াই এই ইঞ্জিন ছুটতে শুরু করে। প্রায় ১০০০ মিটার এগিয়ে যায় ইঞ্জিন। শুক্রবার বিহারের মধুবনী জেলায় এই কাপলিংটা খুলে যায়। খাজাউলি ও রামনগর স্টেশনের মাঝে এই ঘটনা হয়। এদিকে এই ঘটনার জেরে বড় বিপদ হয়ে যেতে পারত। ঘটনার কথা জানতে পেরে সমস্তিপুর রেল প্রশাসন ঘটনাস্থলে চলে যায়। তারা তদন্তের নির্দেশ দিয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, কাপলিংটা ভেঙে গিয়ে রেললাইনের পাশে পড়ে গিয়েছিল। সমস্তিপুর ডিভিশন গোটা বিষয়টি তদন্ত করে দেখে। ইসিআরের আধিকারিকদের স্বস্তি একটাই যে বড় কোনও দুর্ঘটনা ঘটে যায়নি। ইসিআর আধিকারিকরা জানিয়েছেন, দেখা হচ্ছে যে পদার্থ দিয়ে এই কাপলিং তৈরি করা হয়েছিল সেটা ক্ষয়ে গিয়েছিল কি না। আনন্দ বিহার টার্মিনালের দিকে যাচ্ছিল ট্রেনটি। জয়নগর থেকে ট্রেনটি ছেড়েছিল। রাস্তাতেই এই বিপত্তি।
ট্রেনের গার্ড বিকে সিং গোটা বিষয়টি জানার পরেই লোকো পাইলটকে জানান বিষয়টি। এরপর এসএম সিগন্যাল লাল করার ব্যবস্থা করেন। তারপরই লোকো পাইলট ইঞ্জিন থামান। এরপর ফের ১টা ১৫ নাগাদ ট্রেনটি বগি নিয়ে ফের ছাড়ে।