গুজরাতের সুরাতে এক কারখানায় গ্যাস লিকের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনার জেরে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা যায়। ঘটনায় আরও ২০ জন আহত। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে সুরাতের সচিন জিডিআইসি এলাকায়।
প্রিন্টিং কারখানাটির কাছেই একটি নর্দমাতে কিছু রাশায়নিক ফেলছিল এক ট্রাক ড্রাইভার। সেই সময়ই রাখানায়া আচমকা গ্যাস লিক হয়। আশেপাশের মানুষরা যতক্ষণে ঘটনাটি বুঝতে পারতেন, ততক্ষণে অনেকটাই ছড়িয়ে পড়ে বিষাক্ত সেই গ্যাস। মুহূর্তের মধ্যেই সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান পাঁচজন। পরে আরও একজনের মৃত্যু হয় বলে জানা যায়।
এদিকে ঘটনার খবর পেয়েই দ্রুত সেই স্থানে পৌঁছায় সুরাত পুলিশের কর্তারা। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ট্রাক চালক যেই ট্যাঙ্কার থেকে রাশায়নিক ড্রেনে ঢালছিলেন, সেই ট্যাঙ্কার থেকেই গ্যাস লিক হয়। এদিকে সুরাতের সিভিল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিত্সক ওঙ্কার চৌধুরী জানান, আহত কর্মীদের চিকিত্সা শুরু হয়েছে হাসপাতালে। বিষাক্ত গ্যাসেই সবাই অসুস্থ হন বলে জানান তিনি।