বাংলা নিউজ > ঘরে বাইরে > Gautam Adani message: 'লগ্নিকারীই সবকিছু, বাকি সব গৌণ', FPO প্রত্যাহারের পর ময়দানে নেমে আশ্বাস আদানির

Gautam Adani message: 'লগ্নিকারীই সবকিছু, বাকি সব গৌণ', FPO প্রত্যাহারের পর ময়দানে নেমে আশ্বাস আদানির

ছবি: ইউটিউব (YouTube)

বুধবার বিনিয়োগকারীদের স্বার্থে FPO বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এরপর নিজেই এক ইউটিউব ভিডিয়োর মাধ্যমে এই বিষয়ে ব্যাখা করলেন কর্ণধার গৌতম আদানি। তিনি জানালেন, 'বোর্ডের মনে হয়েছে যে এই FPO আর এগিয়ে নিয়ে যাওয়াটা নৈতিকভাবে ঠিক নয়।'

ফলো-অন পাবলিক অফার(FPO) বন্ধ করার পরেরদিনই মুখ খুললেন গৌতম আদানি। টালমাটাল শেয়ার বাজারে FPO বাতিল করেছে আদানি এন্টারপ্রাইজ। বুধবার বিনিয়োগকারীদের স্বার্থে FPO বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এরপর নিজেই এক ইউটিউব ভিডিয়োর মাধ্যমে এই বিষয়ে ব্যাখা করলেন কর্ণধার গৌতম আদানি। তিনি জানালেন, 'বোর্ডের মনে হয়েছে যে এই FPO আর এগিয়ে নিয়ে যাওয়াটা নৈতিকভাবে ঠিক নয়। বাজার স্থিতিশীল হলে, তখন আবার বোর্ড পরবর্তী কৌশল/পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করবে।' সম্পূর্ণ সাবস্ক্রাইব হওয়ার পরেও FPO বাতিল করে দিয়েছে আদানি এন্টারপ্রাইজ। বিনিয়োগকারীদের সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আরও পড়ুন: Adani Enterprise calls-off FPO: হিন্ডেনবার্গের ধাক্কা! FPO তুলে নিল আদানি এন্টারপ্রাইজ, ফিরিয়ে দেওয়া হবে টাকা

নয়া ভিডিয়োতে গৌতম আদানি বলেন, 'সম্পূর্ণ সাবস্ক্রাইবড FPO-র পরেও, গতকাল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অনেকেই হয় তো অবাক হয়েছেন। কিন্তু গতকাল বাজারের অস্থিরতার বিষয়টি বিবেচনা করে, আমাদের বোর্ডের এটাই মনে হয়েছে যে, এই FPO আর এগিয়ে নিয়ে যাওয়াটা নৈতিকভাবে সঠিক কাজ হবে না। একজন উদ্যোক্তা হিসেবে গত চার দশক ধরে, আমি সকল স্টেকহোল্ডার, বিশেষত বিনিয়োগকারীদের দুর্দান্ত সমর্থন পেয়েছি। এটি আমার কাছে আশীর্বাদস্বরূপ। ফলে আমার কাছে এই বিষয়টি স্বীকার করাটা গুরুত্বপূর্ণ যে, আমি জীবনে যা কিছুই অর্জন করেছি, তা তাদের বিশ্বাস এবং ভরসার কারণেই করতে পেরেছি।' তিনি আরও বলেন, 'আমার এই কৃতিত্বের পিছনে ওঁরাই আসলে রয়েছেন।'

দেখুন সেই ভিডিয়ো:

এরপর তিনি বলেন, 'আমার কাছে বিনিয়োগকারীর স্বার্থই সবার আগে। বাকি সবকিছুই গৌণ। তাই বিনিয়োগকারীদের সম্ভাব্য ক্ষতি থেকে বিরত রাখতে আমরা এই এফপিও প্রত্যাহার করেছি। এই সিদ্ধান্তের কারণে আমাদের বর্তমান কার্যক্রম বা ভবিষ্যত পরিকল্পনার উপর কোনও প্রভাব পড়বে না। আমরা সময়মত প্রকল্পের বাস্তবায়ন এবং ডেলিভারির জন্য পরিশ্রম জারি রাখব। আমাদের সংস্থার মূল ভিত্তিগুলি খুবই শক্তিশালী। এর পাশাপাশি আমাদের ব্যালেন্স শিট অত্যন্ত ভালো। ' আরও পড়ুন: Hindenburg Report Effect: পিছিয়ে গেলেন গৌতম আদানি! এখন দেশের ধনীতম ব্যক্তি কে?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন