বাংলা নিউজ > ঘরে বাইরে > Gautam Adani’s Brother Vinod: দেশের ষষ্ঠ ধনীতম ব্যক্তি তিনি, চেনেন গৌতম আদানির দুবাইবাসী ভাইকে? কী করেন তিনি?

Gautam Adani’s Brother Vinod: দেশের ষষ্ঠ ধনীতম ব্যক্তি তিনি, চেনেন গৌতম আদানির দুবাইবাসী ভাইকে? কী করেন তিনি?

বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি গৌতম আদানি। তাঁর দাদা বিনোদ শান্তিলাল আদানিও বেশি পিছিয়ে নেই ভাইয়ের থেকে। দেশের ধনীতম ব্যক্তিদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন বিনোদ। তবে ভাই গৌতমের মতো তিনি ভারতে থাকেন না। তাঁর ব্যবসা দুবাই ভিত্তিক। এই মর্মে তিনি ধনীতম অনাবাসী ভারতীয়ও বটে।