গৌতম আদানির ছোট ছেলে জিৎ আদানির সঙ্গে আজ ৭ ফেব্রুয়ারি বিয়ে সম্পন্ন হয়েছে, হিরে ব্যবসায়ীর কন্যা দিভা শাহের। আমেদাবাদে আদনি টাউনশিপে এই বিয়ের আসর বসেছিল। শান্তিগ্রাম নামে ওই টাউনশিপে বিয়ের আসরে আমন্ত্রিতের সংখ্যা ৩০০ ছিল বলে খবর। ছেলের বিয়ে উপলক্ষ্যে ১০ হাজার কোটি অনুদান করেছেন গৌতম আদানি বলে খবর। এমনই দাবি সূত্রের।
গুজরাটি ও জৈন পরম্পরা মেনে এই বিয়ের আসর বসে। দুপুর ২ টো থেকে এই বিয়ের আসর বসেছিল আমেদাবাদে। এর আগে হয়ে গিয়েছে প্রি ওয়েডিং সেরিমনি। বিয়ের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট নব দম্পতির ছবি প্রকাশ করেন গৌতম আদানি। তিনি জানিয়েছেন, অত্যন্ত ব্যক্তিগত ও ছোট আসরে এই বিয়ে আয়োজিত হয়েছে তাই সকল শুভানুধ্যায়ীকে তিনি আমন্ত্রণ করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন। এদিকে, ছেলের বিয়ে উপলক্ষ্যে ১০ হাজার কোটি টাকার অনুদান সামাজিক কল্যাণ খাতে দিয়েছেন আদানি বলে খবর। পোস্টে আদানি লেখেন, ঈশ্বরের আশীর্বাদে, জিৎ এবং দিভা আজ বিবাহের পবিত্র গাঁটছড়া বাঁধলেন। আজ আহমেদাবাদে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান এবং প্রিয়জনদের মধ্যে শুভ মঙ্গল ভাবের মধ্য দিয়ে বিয়ে অনুষ্ঠিত হয়েছে'। একইসঙ্গে তিনি তাঁর পোস্টে লেখেন,' এটা খুবই ছোট ও ব্যক্তিগত অনুষ্ঠান ছিল। ফলে আমরা চেয়েও সকল শুভানুধ্যায়ীকে আমন্ত্রণ জানাতে না পারায় আমি ক্ষমাপ্রার্থী। আমি সকলের কাছ থেকে দিভা ও জিতের জন্য ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।'
( Valentines Day Gift: পকেট গড়ের মাঠ! ভ্যালেন্টাইন্স ডে-র উপহার কিনতে ছাগল চুরি যুবকের, এরপর?)
জানা যাচ্ছে, গৌতম আদানির সামাজিক দর্শনে রয়েছে ‘ সেবা সাধনা, সেবা প্রার্থনা, সেবা পরমাত্মা’র মন্ত্র। সেই ভাবনা থেকে এই ১০ হাজার কোটি টার অনুদানের অংশ সাধারণ মানুষের উপকারে বিভিন্ন খাতে প্রবাহিত হবে বলে খবর। সূত্র বলছে, ‘এই অনুদানের টাকার বড় অংশ যাবে শিক্ষা, পরিকাঠামো, স্কিল ডেভেলপমেন্টের একটা খাতে।’ যাতে সমাজের সব স্তরের মানুষ বিশ্বমানের হাসপাতাল ও মেডিক্যাল কলেজের সাধ্যের মধ্যে সুবিধা পান, তার উদ্যোগ রয়েছে এই অনুদানের অংশে। এছাড়াও টপ টিয়ার কে-১২ স্কুল, নিশ্চিত কর্মসংস্থানের সঙ্গে ‘গ্লোবাল স্কিল অ্যাকাডেমি’র উদ্যোগও রয়েছে এই অনুদান ঘিরে। যা সমাজের সর্বস্তরের মানুষকে সুবিধা দিতে পারে বলে আশা রয়েছে। এর আগে, প্রয়াগরাজে সপরিবারে গিয়েছিলেন গৌতম আদানি। সেখানে কুম্ভমেলায় তিনি পৌঁছন। প্রয়াগরাজেই সাংবাদিকদের গৌতম আদানি জানান যে, তাঁর ছোট পুত্র জিতের বিয়ের আসর খুবই সাধারণ এবং ছোট করে আয়োজিত হবে। উল্লেখ্য়, এই হাইপ্রোফাইল বিয়ের ২ দিন আগেও মঙ্গলসেবা অনুষ্ঠানের ঘোষণা করা হয়।