দেশের অন্যতম তাবড় শিল্পপতি গৌতম আদানির ছোট পুত্র জিতের সঙ্গে দিভার বিয়ে সম্পন্ন হল গুজরাটের আমেদাবাদে। পারিবারিক এই অনুষ্ঠানে নিমন্ত্রিতের সংখ্যা ছিল ৩০০। এমনই দাবি বহু মিডিয়া রিপোর্টের। বিয়ের পর নববধূ দিভা ও ছেলে জিতের সঙ্গে সস্ত্রীক ছবি পোস্ট করেন গৌতম আদানি। এছাড়াও সঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্টে একটি বার্তাও রাখেন তিনি।
জিৎ ও দিভার বিয়ের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি লেখেন,'সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে, জিৎ এবং দিভা আজ বিবাহের পবিত্র গাঁটছড়া বাঁধলেন। আজ আহমেদাবাদে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান এবং প্রিয়জনদের মধ্যে শুভ মঙ্গল ভাবের মধ্য দিয়ে বিয়ে অনুষ্ঠিত হয়েছে'। একইসঙ্গে তিনি তাঁর পোস্টে লেখেন,' এটা খুবই ছোট ও ব্যক্তিগত অনুষ্ঠান ছিল। ফলে আমরা চেয়েও সকল শুভানুধ্যায়ীকে আমন্ত্রণ জানাতে না পারায় আমি ক্ষমাপ্রার্থী। আমি সকলের কাছ থেকে দিভা ও জিতের জন্য ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।'
( Valentines Day Gift: পকেট গড়ের মাঠ! ভ্যালেন্টাইন্স ডে-র উপহার কিনতে ছাগল চুরি যুবকের, এরপর?)

উল্লেখ্য, এদিন দুপুর ২ টে থেকে বিয়ের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু হয়। আমেদাবাদের আদানি টাউনশিপে এই বিয়ের আসর বসেছিল। এই টাউনশিপের নাম শান্তিগ্রাম। সেখানে জৈন ও গুজরাটি সংস্কৃতি ও পরম্পরা মেনে বিয়ের আয়োজন হয়। বিয়ের আসর ঘিরে গৌতম আদানি ১০ হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন, যা ‘বিভিন্ন সামাজিক কাজে অতিবাহিত করা হবে’ বলে ঘোষণা করা হয়। সূত্রের খবর এই বিপুল বিনিয়োগের বড় অংশ শিক্ষা, স্বাস্থ্য, স্কিল ডেভেলপমেন্টে ব্য়বহার করা হবে।
জানা গিয়েছে, আদানিপুত্রের বিয়েতে কোনও সেলেব বা ভিভিআইপির দেখা মিলবে না। বিয়ে যে খুব সাধারণভাবে হবে, তা আগেই জানিয়ে দিয়েছিলেন গৌতম আদানি। কিছুদিন আগেই তিনি সপরিবারে মহাকুম্ভে পৌঁছন। তখনই সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান। বেশ কিছু সূত্রের খবর, আদানিপুত্রের বিয়েতে আসা অতিথিরা হাতে পাবেন উপহার হিসাবে পিঠানি শাড়ি। নাসিকের তৈরি শতাধিক পিঠানি শাড়ি এই বিয়েতে অতিথিদের উপহার হিসাবে দেওয়া হবে বলে সূত্রের খবর।