হামাস-ইজরায়েল যুদ্ধবিরতি আলোচনায় যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হল ৩ কাতারি আধিকারিকের। আজ এই যুদ্ধবিরতি সংক্রান্ত বৈঠক হওয়ার কথা ছিল মিশরের শার্ম আল-শেখে। সেখানেই যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় তিন কাতারের কূটনীতিক নিহত হয়েছেন। সেই দুর্ঘটনায় আরও দুই কূটনীতিক আহত হয়েছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, লোহিত সাগরের রিসোর্ট শার্ম এল-শেখ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কাতারি কূটনীতিকদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়াত কূটনীতিকরা কাতারের প্রোটোকল টিমের সদস্য ছিলেন। গাজায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আগে তাঁরা শহরে যাচ্ছিলেন। কাতার, মিশর, যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি লক্ষ্যে একটি চুক্তি চূড়ান্ত করতে শার্ম এল-শেখে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলনের আয়োজন করতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি 'শার্ম এল-শেখ শান্তি সম্মেলন' শীর্ষক বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন। বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ দুই ডজনেরও বেশি বিশ্ব নেতা এই সম্মেলনে অংশ নেবেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করেছিল প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস। কয়েকশো মানুষকে অপহরণ করেও নিয়ে গিয়েছিল হামাসের জঙ্গিরা। এরপর থেকে ২ বছর ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে ইজরায়েল। তাতে কয়েক হাজার সাধারণ মানুষেরও মৃত্যু ঘটেছে। মৃতদের একটা বড় অংশ আবার শিশু। এর মাঝে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। হিজবুল্লা এবং হুথি জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও সংঘর্ষ হয় ইজরায়েলের। ইরানের সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়েছিল ইজরায়েল। তবে ফের একবার মধ্যপ্রাচ্যে শান্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।