দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধিরতি চুক্তি হয়েছে। তবে এর মাঝেও গাজায় সংঘর্ষ অব্যাহত। এরই মাঝে প্যালেস্তিনীয় সাংবাদিক সালেহ আলজাফারাভি নিহত হয়েছেন বলে জানা গেছে। যুদ্ধের সময় গাজার পরিস্থিতি গোটা বিশ্বের সামনে তুলে ধরার মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সালেহ। রিপোর্টে দাবি করা হয়েছে, হামাস বিরোধী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাস জঙ্গিদের সংঘর্ষের সময় হত্যা করা হয় সালেহকে। তাঁকে সাতবার গুলি করা হয় বলে দাবি করা হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, রবিবার সাবরায় হামাস বাহিনী ও দুরমুশ গোষ্ঠীর যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষেই দুরমুশ গোষ্ঠী এই সাংবাদিককে হত্যা করে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর এই সালেহ আলজাফারাভি দক্ষিণ হামাসের সন্ত্রাসী হামলা উদযাপনের একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন। এর আগে তাঁর বিরুদ্ধে জালিয়াতি এবং একটি হাসপাতালের তহবিল আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল। এদিকে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর, গাজা শহরে হামাসের দুই সদস্যকে হত্যা করে দুরমুশ গোষ্ঠী। তাদের মধ্যে একজন সামরিক গোয়েন্দা প্রধানের ছেলেও ছিল। এর একদিন পর হামাস এই গোষ্ঠীর একজন সদস্যকে হত্যা করে এবং ৩০ জনকে বন্দি বানায়।
উল্লেখ্য, গত প্রায় ২ বছরে গাজায় ২৫০ জনেরও বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর হওয়ার কয়েকদিন পর মিশরে অনুষ্ঠিত হচ্ছে গাজায় শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত সম্মেলন। এই অনুষ্ঠানে ট্রাম্পের পাশাপাশি সভাপতিত্ব কবেন মিশরের রাষ্ট্রপতি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই সম্মেলনে অংশ নেবেন। এদিকে ভারতও এই সম্মেলনে উপস্থিত থাকবে। কীর্তি বর্ধন সিংকে ভারতের বিশেষ প্রতিনিধি হিসাবে সম্মেলনে যোগ দেবেন।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। হামাস আজ, সোমবার সকালে প্রায় ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলি শহরগুলিতে আক্রমণ করে প্রায় ১২০০ লোককে হত্যা করেছিল হামাস। এরপরই ইজরায়েল গাজায় আক্রমণ শুরু করে। হামাস ২৫১ জনকে বন্দি করেছিল সেই হমলায়। তাদের মধ্যে ৫০ জনেরও বেশি এখনও তাদের কব্জায় রয়েছে। এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইজরায়েলি সামরিক অভিযানে এখনও পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি গাজাবাসী নিহত হয়েছে।