ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে অনেক ক্ষেত্রেই তাঁর মতের মিল ছিল বলে জানালেন ভারতীয় সেনার প্রাক্তন প্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) এমএম নারাভানে। জেনারেল নারাভানে জানান, সেনা মোতায়েন এবং সেনার ভারসাম্য নিয়ে তাঁর মতামত মিলে যেত সিডিএস বিপিন রাওয়াতের সঙ্গে। এএনআইকে দেওয়া সাক্ষাতকারে জেনারেল নারাভানে বলেন, সিডিএস রাওয়াতের মৃত্যু তাঁর কাছে আকস্মিক ধাক্কা ছিল। কারণ তাঁর মৃত্যুর আগের দিনই তাঁরা দু’জনে একসঙ্গে সময় কাটান বলে জানান প্রাক্তন সেনা প্রধান।
প্রাক্তন সেনা প্রধান বলেন, ‘আমরা অনেক সময়ই একে অপরকে নিজেদের হৃদয়ের কথা বলতাম। সে সময়কার কথা বলছি, তখন হয়ত তিনি ভাবেননি যে সেনার প্রধান হবেন, না আমি ভেবেছিলাম যে আমি তাঁর কাছ থেকে দায়িত্ব নেব। সেনাবাহিনীর কীসে ভালো হবে, আমরা শুধু তা নিয়ে কথা বলতাম। কীভাবে সবকিছু আরও ভালভাবে করা যায়, তা নিয়ে আলোচনা করতাম। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মতামত একই হত।’
জেনারেল নারাভানে বলেন, ‘এটা শুধু ভাগ্যের বিষয় যে তিনি বাহিনীর প্রধান হয়েছিলেন এবং তাঁর চিন্তাধারাগুলিকে বাস্তবায়ন করতে পেরেছিলেন। এরপর তিনি সিডিএস হয়ে গেলেন এবং আমি প্রধান হয়ে গেলাম। আমি তাঁর সেই পয়েন্টগুলি অনুসরণ করলাম। কারণ আমরা এই বিষয়গুলি নিয়ে একই মত পোষণ করতাম এবং এগুলি নিয়ে আলোচনা করতাম।’ প্রাক্তন সেনা প্রধানের কথায়, ‘আমাদের পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু আমরা যা করতে চেয়েছিলাম তা প্রায় একই ছিল। বেশ কয়েকটি বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি মিসে যেত। আমরা ৯০ শতাংশ বিষয়ে সহমত পোষণ করতাম। অবশ্যই, কিছু ক্ষেত্রে তো পার্থক্য থাকবেই।’
এদিনকে জেনারেল রাওয়াতের মৃত্য নিয়ে নারাভানে বলেন, ‘এটা আমার জন্য একটি বড় ধাক্কা ছিল। আমরা ৭ ডিসেম্বর PANEX অনুশীলনের জন্য একসাথে অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। সেখানেই শেষবারের মতো তাঁর সঙ্গে দেখা হয় আমার। এরপর ৮ তারিখ তিনি ওয়েলিংটন গিয়েছিলেন এবং আমি মৌ-এ গিয়েছিলাম। সেখানেই দুর্ঘটনার খবর পেয়েছিলাম। এটা আমার কাছে বেশ বড় ধাক্কা ছিল।’