বাংলা নিউজ > ঘরে বাইরে > Rohingya children: রোহিঙ্গা শিশুদের শিক্ষার ওপর জোর জার্মান প্রতিনিধিদলের

Rohingya children: রোহিঙ্গা শিশুদের শিক্ষার ওপর জোর জার্মান প্রতিনিধিদলের

জার্মান প্রতিনিধিদলের। ছবি ডয়চে ভেলে

পাঁচ দিনের সফর শেষে শনিবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানিয়েছেন তাঁরা৷ প্রাথমিকভাবে বাংলাদেশের পোশাক শিল্প, রোহিঙ্গা ইস্যু, নির্বাচন-সহ নানা বিষয়ে তাঁরা কথা বলেন৷

ক্যাম্পে থাকা রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ তৈরির উপর জোর দিলেন বাংলাদেশ সফররত জার্মান সংসদের প্রতিনিধি দল৷ পাঁচ দিনের সফর শেষে শনিবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানিয়েছেন তাঁরা৷

প্রাথমিকভাবে বাংলাদেশের পোশাক শিল্প, রোহিঙ্গা ইস্যু, নির্বাচন-সহ নানা বিষয়ে তাঁরা কথা বলেন৷ জার্মান-সাউথ এশিয়ান পার্লামেন্টারি গ্রুপের প্রেসিডেন্ট রেনেটা ক্যুনাস্টের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির সাংসদ আন্দ্রেয়াস লারেম, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন/ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন পার্টির সাংসদ পল লেহরিডার, ফ্রি ডেমোক্র্যাটিক পার্টির সাংসদ রিয়া শ্র্যোডার, অল্টারনেটিভ ফর জার্মানির সাংসদ মাল্টে কাউফমান, লেফট পার্টির সাংসদ ড. আন্ড্রে হান৷

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেনেটা ক্যুনাস্ট বলেন, ‘মিয়ানমারের বর্তমান পরিস্থিতির বিষয়ে আমরা অবগত৷ কেউ জানে না কবে তাঁরা (রোহিঙ্গারা) নিরাপদে ফেরত যেতে পারবে৷' এমন বাস্তবতায় রোহিঙ্গা শিশুদের শিক্ষার উপর গুরুত্বারোপ করেন তিনি৷ বলেন, ‘তাঁদের শিক্ষার সুযোগ পাওয়া উচিত৷ যতদিন তাঁরা সেখানে (ক্যাম্পে) আছে ততদিন অবশ্যই তাঁদের এই সুযোগ অবশ্যই দিতে হবে৷'

বাংলাদেশের তৈরি পোশাক খাতের কাজের পরিবেশের অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন তাঁরা৷ তবে পোশাকের মূল্য বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে পোশাকের দাম বাড়াতে তারা চাপ দিতে পারেন না৷ এক্ষেত্রে বাংলাদেশকেই আত্মবিশ্বাস নিয়ে ক্রেতাদের কাছ থেকে ন্যায্যমূল্য আদায়ের পরামর্শ তাঁদের৷ গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে যান এই প্রতিনিধি দল৷ জলবায়ু পরিবর্তন ও সহাযোগিতামূলক দ্বিপাক্ষীয় নানা বিষয়ে তাঁরা সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন৷

বন্ধ করুন