জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের একটি ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনায় এবার সামনেল চাঞ্চল্যকর দাবি। শুক্রবার সন্ধ্যায় স্যাক্সনি-আনহাল্ট প্রদেশের ম্যাগডেবার্গের একটি জনাকীর্ণ ক্রিসমাস মার্কেটে ৫০ বছর বয়সি এক ব্যক্তি তাঁর গাড়ি ঢুকে দেন এবং দ্রুত গতিতে সেই রাস্তায় থাকা মানুষদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। এই হামলায় এখনও পর্যন্ত পাঁচজন নিহত এবং ২০০ জন আহত হয়েছেন। এই ঘটনাকে জার্মান কর্তৃপক্ষ 'ইচ্ছাকৃত' বলে অভিহিত করেছে। আর এবার রিপোর্টে দাবি করা হল, ঘটনায় অভিযুক্ত নাকি ঈশ্বরে বিশ্বাস করেন না। শুধু তাই নয়, তিনি 'ইসলামোফোবিক' ছিলেন বলেও দাবি করা হয়েছে। (আরও পড়ুন: 'ভারতকে খাটো করে দেখবেন না', বাংলাদেশকে কড়া ভাষায় হুঁশিয়ারি মিঠুনের)
আরও পড়ুন: স্কুলে স্কুলে পড়ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, চিহ্নিত করতে নির্দেশ পুরসভার
আরও পড়ুন: বাংলাদেশে শ্মশানের মন্দিরে ডাকাতি, হাত-পা বেঁধে খুন করা হল সেবায়েতকে
জার্মান পুলিশ প্রকাশ্যে সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ করেনি। তবে বেশ কয়েকটি স্থানীয় সংবাদ মাধ্যম ওই চিকিৎসকের প্রথম নাম 'তালেব এ' বলে দাবি করেছে। তিনি সৌদি আরব থেকে জার্মানিতে এসেছিলেন। বিগত প্রায় ২ দশক ধরে সেই দেশেই আছেন তিনি। তিনি পেশায় ডাক্তার। সাইকিয়াট্রি এবং সাইকোথেরাপিতে বিশেষজ্ঞ এই 'তালেব এ'। রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত ওই চিকিৎসক নিজেকে 'প্রাক্তন মুসলিম' হিসেবে বর্ণনা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) ইসলামের সমালোচনা করে টুইট ও রিটুইট শেয়ার করে থাকেন। জার্মানির অভিবাসন নীতির সমালোচনা করতেন তিনি। এই আবহে কেন এই হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে যে ম্যাগডেবার্গে ভিড়ে ঠাসা রাস্তায় প্রবল গতিতে গাড়ি চালিয়ে আসার ঘটনা ঘটেছে, সেই শহরের ৪০ কিলোমিটার দক্ষিণে বার্নবার্গ নামে একটি জায়গায় প্র্যাকটিস করতেন এই 'তালেব এ'। এদিকে সম্প্রতি তালেবের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'এবং আমি একজন বামপন্থী হিসাবে যা আবিষ্কার করেছি তা হল বামপন্থীরা এই গ্রহের সবচেয়ে খারাপ অপরাধী, এবং আমি নিজেই বামপন্থী হিসাবে এটি বলছি।' যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। (আরও পড়ুন: আন শহরও আরাকান আর্মির দখলে, রাখাইন প্রদেশে আরও শক্তিবৃদ্ধি বিদ্রোহীদের)
আরও পড়ুন: খেলার মাঠে মোদীর কুটনীতি, আরব গালফ কাপ উদ্বোধনে সাক্ষাৎ কুয়েতের আমিরের সঙ্গে
২০১৯ সালের জুলাই মাসে তালেব 'wearesaudis.net' নামে একটি প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'ভালো ইসলাম বলে কিছু হয় না'। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্রেজারও মেনে নিয়েছেন যে অভিযুক্ত 'ইসলামোফোবিক' ছিলেন। এদিকে সরকার পক্ষের আইনজীবী দাবি করেছেন, সৌদি শরণার্থীদের প্রতি জার্মানদের আচরণ এই হামলার নেপথ্য কারণ হতে পারে। এদিকে বার্লিন ভিত্তির ইউরোপীয় সৌদি মানবাধিকার সংগঠন তাহা আল-হজি দাবি করেছে, তালেব মানসিক ভাবে বিকারগ্রস্ত। (আরও পড়ুন: 'ধর্ম নিয়ে যারা চাপাচাপি করে…', বাংলাদেশি হিন্দুদের ওপর হামলা নিয়ে বলল জামাত)
আরও পড়ুন: 'এমনটা নয় যে বাংলাদেশের সব হিন্দুকে ভারতে নিয়ে আসতে হবে…', মত তথাগত রায়ের
এদিকে এই ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। দিল্লির বক্তব্য, 'আমরা জার্মানির ম্যাগডেবার্গের ক্রিসমাস মার্কেটে ভয়াবহ ও কাণ্ডজ্ঞানহীন হামলার নিন্দা জানাই। বেশ কয়েকজন এই হামলায় তাঁদের মূল্যবান প্রাণ হারিয়েছেন। এবং অনেকে আহত হয়েছেন। আমরা তাদের জন্যে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্তদের জন্যে আমরা প্রার্থনা করছি। আমাদের মিশন আহত ভারতীয়দের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।'