এবার জার্মানির ফ্রাঙ্কফুর্টগামী ভিস্তারার উড়ানে বোমাতঙ্ক। গত কয়েকদিন ধরে ধারাবাহিক ভাবে এই ধরনের ঘটনা ঘটছে। সৌভাগ্যক্রমে এখনও পর্যন্ত প্রতিটি ঘটনাতেই হুমকি বার্তা 'উড়ো' বলে প্রমাণিত হয়েছিল। তবে এর জেরে উড়ান সংস্থগুলির সমস্যা হয়েছে। যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে আন্তর্জাতিক আকাশসীমায় এই ধরনের ঘটনায় প্রায় প্রতি ক্ষেত্রেই সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তবে এবার ভিস্তারার বিমানে বোমতঙ্ক দেখা দেওয়ায় সেই বিমানটি নিজেদের আকাশসীমাতে প্রবেশের অনুমতিই দিল না আফগানিস্তানের তালিবান সরকার। এই আবহে সেই বিমানটি দিল্লিতে ফিরে আসতে বাধ্য হয়। (আরও পড়ুন: দিল্লির বিস্ফোরণে নয়া মোড়, ভাইরাল পোস্ট, খলিস্তানি যোগের তদন্তে পুলিশ)
আরও পড়ুন: 'কোটি কোটি টাকার বকেয়া মেটানোর পর...', এই কর্মীদের ডিএ বাড়ল ৪%, প্রশংসা CM-এর
আরও পড়ুন: খলিস্তানিরা কানাডার 'গোপন এজেন্ট', বিস্ফোরক দাবি ভারতীয় হাইকমিশনারের
রিপোর্ট অনুযায়ী, ইউকে২৫ নং উড়ানটিতে ২৪০ জনের বেশি যাত্রী ছিল। বোয়িং ৭৮৭ বিমানটিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে সেই হুমকি 'উড়ো' বলে ধারণা করা হয়। এই আবহে সিদ্ধান্ত নেওয়া হয়, বিমানটি ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে উড়তে থাকবে। তবে তালিবান সরকার বিমানটিকে আফগান আকাশসীমাতে প্রবেশই করতে দেয়নি। এর জেরে বাধ্য হয়েই বিমানটিকে দিল্লিতে ফিরে আসতে হয়। (আরও পড়ুন: এ যেন যুদ্ধের প্রস্তুতি, গান্দেরবালে রক্ত ঝরার পর বারামুল্লায় নিকেশ এক জঙ্গি)
আরও পড়ুন: 'সপ্তম বেতন কমিশনের সুবিধা...', রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় রায় আদালতের
আরও পড়ুন: ফোন থেকে কী মোছেন সন্দীপ-অভিজিৎ? এখন সেই তথ্যই ঘোড়াতে পারে তদন্তের মোড়
প্রসঙ্গত, বিগত ৭ দিনে ভারতীয় উড়ান সংস্থাগুলির প্রায় ১০০টি বিমান উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। ধারাবাহিক ভাবে এই বোমাতঙ্কের জেরে উড়ান পরিষেবা ব্যাহত হচ্ছে। এই আবহে বোমতঙ্ক ইস্যুতে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হয় শনিবার। ভারতীয় উড়ান সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে এই নিয়ে বৈঠক করে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির উচ্চপদস্থ কর্তারা। এরই মাঝে জানা গিয়েছে, উড়ো হুমকি বার্তার জেরে ক্ষতিগ্রস্ত বিমান সংস্থাগুলির মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো এবং আকাশা এয়ার। (আরও পড়ুন: নিজ্জর খুন মামলায় 'হওয়ায় ভাসছে' কানাডা? ট্রুডোর কীর্তি ফাঁস হাইকমিশনারের)
আরও পড়ুন: 'এটা খুন', শব্দবাজিতে মৃত্যু মহুয়ার উদ্ধার করা কুকুরের, পুলিশকে তোপ TMC সাংসদের
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, শীঘ্রই পালটে যাবে আবহাওয়া, ভারী বৃষ্টিতে ডুববে কলকাতাও
এই হুমকিগুলির জেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জনা গিয়েছে। তাদের কমপক্ষে সাতটি ফ্লাইট বোমা হামলার হুমকি পেয়েছিল। এয়ার ইন্ডিয়ার অন্তত দুটি বিমানও একই ধরনের হুমকি পেয়েছে। এর জেরে মুম্বাই থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে এসকর্ট করে হিথ্রো বিমানবন্দরে নিয়ে গিয়েছিল রয়্যাল এয়ার ফোর্সের একটি যুদ্ধবিমান। এদিকে বিমান সংস্থা ভিস্তারার ছয়টি ফ্লাইটকেও উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা এসেছিল। এর মধ্যে পাঁচটি ছিল সিঙ্গাপুর, ফ্রাঙ্কফুর্ট ও কলম্বো থেকে আন্তর্জাতিক উড়ান। সব মিলিয়ে ভিস্তারার ৫টি আন্তর্জাতিক উড়ান হুমকি পেয়েছিল। এদিকে ইন্ডিগোর ২টি আন্তর্জাতিক উড়ান সহ পাঁচটি উড়ান বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছিল। এদিকে এই ধরনের হুমকি এলে এক একটি উড়ানের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে জানা গিয়েছে।