বাংলা নিউজ > ঘরে বাইরে > ডেল্টার ধাক্কায় বাড়ছে করোনার সংক্রমণ, টিকাকরণ নিয়েও উদ্বেগ জার্মানিতে

ডেল্টার ধাক্কায় বাড়ছে করোনার সংক্রমণ, টিকাকরণ নিয়েও উদ্বেগ জার্মানিতে

জার্মানিতে চলছে টিকাকরণ। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

ডেল্টার মোকাবিলা করতে টিকাদান কর্মসূচির গতি আরও বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সামান্য হলেও জার্মানিতে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷ ডেল্টার মোকাবিলা করতে টিকাদান কর্মসূচির গতি আরও বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

টানা প্রায় দুই মাস ধরে করোনা ভাইরাসের প্রকোপ লাগাতার কমে চলার পর জার্মানিতে সংক্রমণের হার আবার সামান্য হলেও বেড়েছে৷ সেইসঙ্গে আক্রান্তদের মধ্যে ডেল্টা প্রজাতির অনুপাতও বাড়ছে৷ কমপক্ষে ৫৯ শতাংশ করোনা রোগী এই ভ্যারিয়েন্টের কারণে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রবার্ট কখ ইনস্টিটিইট৷ প্রতি এক লাখ মানুষের মধ্যে সংক্রমণের গড় সাপ্তাহিক হার আপাতত ৫.১৷ একদিনে সেই হার ০.২ শতাংশ বেড়েছে৷

এমন পরিস্থিতিতে করোনা সংক্রান্ত বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার করার ডাক সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান৷ তাঁর মতে, করোনা টিকা কর্মসূচির গতির উপরে সেই পদক্ষেপ নির্ভর করবে৷ তবে আগামী আগস্ট মাসে টিকার দুটি ডোজ পাওয়া মানুষের সংখ্যা যথেষ্ট হবে না বলে তিনি মনে করেন৷ ৬০ বছরের বেশি বয়সের মানুষের মধ্যে টিকাপ্রাপ্তদের অনুপাত শীঘ্রই প্রায় ৯০ শতাংশ ছুঁলেও যথেষ্ট সংখ্যক কমবয়সিদের টিকার আওতায় আনতে তিনি জোরালো প্রচার অভিযানের ঘোষণা করেন৷ এই বয়সের কমপক্ষে ৮৫ শতাংশ মানুষকে টিকা দিলে তবেই কার্যকরভাবে ডেল্টা প্রজাতির মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করছেন বেশিরভাগ বিশেষজ্ঞ৷ সেই লক্ষ্য পূরণ করতে পারলে সেপ্টেম্বর-অক্টোবর মধ্যে বিধিনিয়ম আরও শিথিল করা যাবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী স্পান৷

এর আগে জার্মান বিদেশমন্ত্রী হাইকো মাস ও অন্যান্য কিছু মহল থেকে আগস্ট মাসেই করোনা সংক্রান্ত বিধিনিয়ম প্রত্যাহারের জন্য চাপ আসছিল৷ মাস বলেছিলেন, সকল মানুষ টিকা নেওয়ার সুযোগ পেলেই এমন পদক্ষেপ নেওয়া উচিত৷ স্বাস্থ্যমন্ত্রী স্পান অবশ্য মনে করিয়ে দেন, যে টিকাদানের বর্তমান গতির পরিপ্রেক্ষিতে আগস্ট মাসের মধ্যেই সব মানুষ টিকার দুটি ডোজ পাবেন না৷

জার্মানিতে প্রায় ৫৭ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ ও প্রায় ৪০ শতাংশ দ্বিতীয় ডোজ পেলেও বর্তমানে টিকাদান কর্মসূচির গতি অনেকটা কমে গিয়েছে৷ ফলে আরও বেশি মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভিন্ন উপায় নিয়ে ভাবনাচিন্তা চলছে৷ শুধু ভ্যাকসিনেশন সেন্টার, ডাক্তারের চেম্বার ও অফিসের ডাক্তারদের কাছে টিকা সীমাবদ্ধ না রেখে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ডাক বাড়ছে৷ বিশেষ করে যে সব মানুষ নানা কারণে এখনও টিকা নেওয়ার বিষয়ে দ্বন্দ্বে রয়েছেন, তাঁদের আস্থা অর্জন করা প্রয়োজন বলে মনে করছে নানা মহাল৷ এমনকি প্রণোদনার মাধ্যমে বিষয়টিকে আকর্ষণীয় করে তোলার পরামর্শ শোনা যাচ্ছে৷ জার্মানির অনেক শহর ও জেলা কর্তৃপক্ষ ঘনবসতিপূর্ণ ও সামাজিকভাবে অবহেলিত এলাকায় মোবাইল ভ্যাকসিনেশন টিম পাঠিয়ে আরও বেশি মানুষকে টিকা দেবার উদ্যোগ নিচ্ছে৷

ডেল্টার থাবা ও টিকাদান কর্মসূচির ধীর গতির প্রেক্ষিতে মাস্ক ও সামাজিক দূরত্বের মতো সহজ অথচ কার্যকর পদক্ষেপ আরও কিছুকাল চালিয়ে যাবার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷ অস্ট্রেলিয়ার উদাহরণ তুলে ধরে একজন বিশেষজ্ঞ মনে করিয়ে দিয়েছেন যে বিমানের পাইলট ও কর্মীদের একজন মাস্ক না পরে শপিং মলে প্রবেশ করায় অনেক মানুষ কীভাবে করোনায় আক্রান্ত হয়েছিলেন৷

ঘরে বাইরে খবর

Latest News

বিটকয়েন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজের, বিতর্ক উসকাতে কী লিখলেন শিল্পার বর? 'খারাপ স্ত্রী মানেই কু-মাতা নন,' শিশুকে বাবার হাতে দিল না আদালত রাজ্যের ১২টি চিড়িয়াখানাকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, তৈরি হয়েছে মাস্টারপ্ল্যান ২৩ এপ্রিল বিশেষ দিন, করুন এই কাজ, পাবেন শ্রী হনুমান এর সঙ্গে শনিদেবের আশীর্বাদ ভোটের দিন Doodle পরিবর্তন, আঙুলে কালির ছাপ নিয়ে উৎসবে শামিল Google-ও বিকেলেই ঘুরছেন সাতপাক, তার আগে রাতুলের গায়ের হলুদ পড়ল রূপাঞ্জনার গায়ে পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো জুড়েছে ভাঙা সংসার, প্রাক্তনের আনা শ্লীলতাহানির মামলায় ক্লিনচিট পেলেন নওয়াজ অফিসে টিফিন খাচ্ছিলেন বাবা, ছেলে এসে বলল UPSC'র ফলাফল, দেখুন মন ছোঁয়া সেই Video হতশ্রী দশা ‘পথশ্রী’র, হাত দিয়ে রাস্তার ছাল ছাড়িয়ে ফেললেন স্থানীয়রা

Latest IPL News

পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.