Top 5 Fixed Deposit Rates: কেন্দ্রীয় ব্যাঙ্কের হার... more
Top 5 Fixed Deposit Rates: কেন্দ্রীয় ব্যাঙ্কের হার বৃদ্ধির ফলে ফিক্সড ডিপোজিট এখন আগের চেয়েও বেশি লাভজনক। এই প্রতিবেদনে ৫টি ব্যাঙ্কের FD-তে সর্বোচ্চ সুদের হার তুলে ধরা হল। এক নজরে দেখে নিন কোথায় আমানত করলে আপনার সুবিধা হবে সবচেয়ে বেশি।
1/7ফিক্সড ডিপোজিট এখনও বেশিরভাগ মানুষের প্রিয় আমানত। শেয়ার, মিউচুয়াল ফান্ডের মতো বিনিয়োগের সুযোগ বেড়েছে বটে। তবে মূল্যবৃদ্ধির বাজারে নিরাপদ বিনিয়োগের উত্স বলতে মানুষ FD বা স্থায়ী আমানতই বোঝেন। বিশেষত অবসরকালীন সঞ্চয় নিরাপদে রাখার জন্য FD সত্যিই সেরা অপশন। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/7তাছাড়া কেন্দ্রীয় ব্যাঙ্কের হার বৃদ্ধির ফলে ফিক্সড ডিপোজিট এখন আগের চেয়েও বেশি লাভজনক। এই প্রতিবেদনে ৫টি ব্যাঙ্কের FD-তে সর্বোচ্চ সুদের হার তুলে ধরা হল। এক নজরে দেখে নিন কোথায় আমানত করলে আপনার সুবিধা হবে সবচেয়ে বেশি। ফাইল ছবি: পিটিআই (Reuters)
3/7IndusInd ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের রেট: সাধারণ নাগরিকদের জন্য ২ বছর ১ মাস থেকে ২ বছর ৬ মাস- ৭.৫০% । প্রবীণ নাগরিকদের জন্য ৮.২৫% । ফাইল ছবি: মিন্ট (Reuters)
4/7YES ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের রেট: সাধারণ নাগরিকদের জন্য ৩৫ মাসে ৭.৭৫% । প্রবীণ নাগরিকদের জন্য ৮.২৫% । ফাইল ছবি: মিন্ট (Reuters)
5/7IDFC ফার্স্ট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের রেট: সাধারণ নাগরিকদের জন্য ৫৪৯ দিন থেকে ৩ বছর- ৭.৫০% । প্রবীণ নাগরিকদের জন্য ৮.০০% । ফাইল ছবি: আইডিএফসি (Reuters)
6/7Axis ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের রেট: সাধারণ নাগরিকদের জন্য ২ বছর-৩০ মাস ৭.২৬% । প্রবীণ নাগরিকদের জন্য ৮.০১% । ফাইল ছবি: রয়টার্স (Reuters)
7/7বন্ধন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের রেট: সাধারণ নাগরিকদের জন্য ৬০০ দিনে(১ বছর ৭ মাস ২২ দিন) ৮% । প্রবীণ নাগরিকদের জন্য ৮.৫০% । ফাইল ছবি: পিটিআই (Reuters)