বাংলা নিউজ > ঘরে বাইরে > Ghulam Nabi Azad on Article 370: ৩৭০ ধারা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করব না: গুলাম নবি আজাদ

Ghulam Nabi Azad on Article 370: ৩৭০ ধারা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করব না: গুলাম নবি আজাদ

গুলাম নবি আজাদ

আজাদ বলেন, ‘বিভিন্ন দলকে ৩৭০ ধারার নাম করে সুযোগ নিতে দেব না। আমিও ৩৭০ ধারার নাম করে মানুষকে ভুল পথে চালিত করব না।’

২০১৯ সালের ৫ অগস্ট। এই দিনটার পর থেকেই বদলে গিয়েছে জম্মু ও কাশ্মীর। সেদিন ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করা হয়েছিল। এই আইনই কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করত। এরপর থেকেই এই আইন ফিরিয়ে আনার জন্য দাবি করতে শুরু করে কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। তৈরি হয় গুপকর জোট। যাতে ন্যাশনাল কনফারেন্স, পিডিপির পাশাপাশি আছে কংগ্রেস এবং সিপিএম-ও। এই আবহে ৩৭০ ধারা নিয়ে ‘কঠিন সত্যি’ তুলে ধরলেন জম্মু ও কাশ্মীরের প্রবীণ নেতা গুলাম নবি আজাদ। (আরও পড়ুন: ২৪-এর আগে নয়া গুগলি KCR-এর, দিল্লির পিচে খেলতে নামতে গঠন করবেন নয়া দল!)

রবিবার বারামুলায় ৩৭০ ধারা প্রসঙ্গে কথা বলতে গিয়া আজাদ দাবি করেন, তিনি মানুষকে ভুল পথে চালিত করতে চান না। তিনি বলেন, ‘গুলাম নবি আজাদ কাউকে বিভ্রান্ত করবে না। ভোটের জন্য আমি আপনাকে বিভ্রান্ত করব না। অনুগ্রহ করে এমন সমস্যাগুলি উত্থাপন করবেন না যা মেটানো যাবে না। ৩৭০ ধারা ফেরানো যাবে না। এর জন্য সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।’

এদিন কাশ্মীরের অন্যান্য বিজেপি-বিরোধ দলকে তোপ দেগে আজাদ বলেন, ‘বিভিন্ন দলকে ৩৭০ ধারার নাম করে সুযোগ নিতে দেব না। আমিও ৩৭০ ধারার নাম করে মানুষকে ভুল পথে চালিত করব না।’ একইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে তিনি নিজের নতুন দলের কথা ঘোষণা করবেন। এদিন আজাদ বলেন, ‘কাশ্মীরে রাজনৈতিক দলগুলি সুযোগ নেওয়ায় এক লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাঁচ লাখেরও বেশি শিশু অনাথ হয়েছে। মিথ্যা কথা বলে বা মানুষের সুযোগ নিয়ে আমি ভোট চাইব না। যেগুলি পাওয়া সম্ভব শুধু সেগুলি নিয়েই আমি কথা বলব, এতে যদি নির্বাচনে আমি হেরে যাই, তাও ঠিক আছে।’

বন্ধ করুন