বাংলা নিউজ > ঘরে বাইরে > 'রাখীতে আমার বোনেদের উপহার!' গ্যাসের দাম কামানোর পর টুইট মোদীর

'রাখীতে আমার বোনেদের উপহার!' গ্যাসের দাম কামানোর পর টুইট মোদীর

রাখী বন্ধনের ঠিক আগে কেন্দ্রের এই সিদ্ধান্তকে বোনেদের জন্য উপহার বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (AFP) (HT_PRINT)

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর একটি সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানিয়েছেন, আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই সস্তায় এলপিজি সিলিন্ডার (১৪.২ কেজি রান্নার গ্যাস) কিনতে পারবেন দেশের ৩৩ কোটি গ্রাহক

১৪.২ কেজি ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর উজ্জ্বলা যোজনার আওতায় আছেন, তাঁরা ৪০০ টাকা কমে ১৪.২ কেজি ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। রাখী বন্ধনের ঠিক আগে কেন্দ্রের এই সিদ্ধান্তকে বোনেদের জন্য উপহার বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার হিন্দিতে করা এক টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ' রাখী বন্ধন উৎসব আমাদের পরিবারের কাছে একটি আনন্দের দিন। গ্যাসের মৃল্য হ্রাস আমার পরিবারের বোনদের স্বাচ্ছন্দ্য বাড়িয়ে তুলবে এবং তাদের জীবনকে আরও সহজ করে তুলবে। আমার প্রতিটি বোন সুখী হোক, সুস্থ থাকুক, এটাই ঈশ্বরের কাছে আমার কামনা।

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর একটি সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানিয়েছেন, আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই সস্তায় এলপিজি সিলিন্ডার (১৪.২ কেজি রান্নার গ্যাস) কিনতে পারবেন দেশের ৩৩ কোটি গ্রাহক। যাঁরা আজ সিলিন্ডার বুক করছেন, তাঁদের ক্ষেত্রেই সেটা প্রয়োজ্য হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

(আরও পডুন: কবে থেকে সস্তায় রান্নার গ্যাস কেনা যাবে? ১ সিলিন্ডারই মিলবে? সব প্রশ্নের উত্তর)

মন্ত্রিসভার দাম কামানোর সিদ্ধান্তের পর প্রশ্ন ছিল, শুধুমাত্র কি একটি সিলিন্ডারই সস্তায় মিলবে? কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখন থেকেই সস্তায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার। আপনি যতগুলি সিলিন্ডার নিতে চান, ততগুলি রান্নার গ্যাসের সিলিন্ডারই সস্তায় মিলবে। অর্থাৎ প্রতিটির ক্ষেত্রে ২০০ টাকা কমে মিলবে।

গ্রাহকদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা দেওয়া হবে। তাঁরা যখন খোলা বাজার থেকে সিলিন্ডার কিনবেন, তখনই সস্তায় সিলিন্ডার পাবেন। যেমন কলকাতায় ১,১২৯ টাকার পরিবর্তে খোলা বাজারে ৯২৯ টাকায় সিলিন্ডার কিনতে পারবেন।

বন্ধ করুন