বাংলা নিউজ > ঘরে বাইরে > ভাইয়ের সঙ্গে ঝগড়া করে মোবাইল গিলে ফেললেন তরুণী, চিকিৎসকদের তৎপরতায় পরিবারে ফিরল স্বস্তি

ভাইয়ের সঙ্গে ঝগড়া করে মোবাইল গিলে ফেললেন তরুণী, চিকিৎসকদের তৎপরতায় পরিবারে ফিরল স্বস্তি

মোবাইল গিলে ফেলল তরুণী।

জানা গিয়েছে, ওই মোবাইল গিলে ফেলার পর বেশ কয়েকবার পেটে ব্যথা অনুভব করেছে ওই তরুণী। এদিকে, হাসপাতালে নিয়ে যেতেই তরুণীকে পরীক্ষা করেন চিকিৎসকরা। সেখানেই দেখা যায় যে, তরুণীর পেটে রয়ে গিয়েছে মোবাইল।

ভাইবোনের ঝগড়া ঘিরে এক ভয়াবহ কাণ্ড ঘটে গেল মধ্যপ্রদেশে। সেখানের  ভিন্ডে এক ১৮ বছর বয়সী তরুণীর সঙ্গে তাঁর ভাইয়ের ঝগড়ার পর, সেই তরুণী আস্ত মোবাইল গিলে ফেলে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরই ব্যাপক বমি ও পেটব্যথা নিয়ে ওই তরণীকে ভর্তি করা হয় হাসপাতালে।

উল্লেখ্য, জানা গিয়েছে, ওই মোবাইল গিলে ফেলার পর বেশ কয়েকবার পেটে ব্যথা অনুভব করেছে ওই তরুণী। এদিকে, হাসপাতালে নিয়ে যেতেই তরুণীকে পরীক্ষা করেন চিকিৎসকরা। সেখানেই দেখা যায় যে, তরুণীর পেটে রয়ে গিয়েছে মোবাইল। চিকিৎসকরা তখনই জানিয়ে দেন যে, কোনও মতেই অপারেশন ছাড়া ওই তরুণীকে সুস্থ করা যাবে না। এরপর চলে অপারেশন। অপারেশনের সাফল্যের পর, বেরিয়ে আসে মোবাইল। চিকিৎসক জানিয়েছেন, দুই ভাইবোন ঝগড়া করার সময়ই রাগের মাথায় ওই তরুণী মোবাইল গিলে ফেলেন বলে জানা যায়। তবে কীভাবে ওই মোবাইল তিনি গিলে ফেলেছেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। এমন ঘটনার পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারত বলেও অনুমান অনেকের।

('তাজমহল ভাঙা' র ডাক বিজেপি বিধায়কের, প্রশ্ন মুমতাজের প্রতি শাহজাহানের প্রেম নিয়ে )

(মা সুধার পদ্মসম্মান সমারোহে ব্রিটেনের 'ফার্স্ট লেডি' অক্ষতাকে ঘিরে কী ঘটল? )

উল্লেখ্য, এই ঘটনায় হতবাক চিকিৎসকরাও। দুই ভাইবোনের মধ্যে ঝগড়া সব বাড়িতেই দেখা যায়। তবে তার মাত্রা এভাবে চরম সীমায় পৌঁছে গেলেই হয় বিপত্তি। এই ঘটনার ক্ষেত্রেও তাই হয়েছে। মধ্যপ্রদেশের ভিন্ডের চিকিৎসক ডক্টর কুশওয়াহা বলছেন, তাঁর ২০ বছরের কেরিয়ারে এমন ঘটনা তিনি আগে দেখেননি। জানা গিয়েছে, খুব শিগগির হাসপাতাল থেকে মুক্তি পাবেন ওই তরুণী। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন