বাংলা নিউজ > ঘরে বাইরে > Tamil Nadu murder case: প্রাক্তন স্বামীকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলে দিল যৌনকর্মী স্ত্রী

Tamil Nadu murder case: প্রাক্তন স্বামীকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলে দিল যৌনকর্মী স্ত্রী

প্রাক্তন স্বামীকে খুনের অভিযোগ। (প্রতীকী ছবি)

চেন্নাইয়ের নঙ্গনল্লুরের কাছে বোনের পরিবারের সঙ্গে থাকতেন জয়ন্থন। গত ১৮ মার্চ থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ ছিল। পুলিশ জয়ন্থনের কল রেকর্ডিং এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে জানতে পারে তিনি প্রাক্তন স্ত্রী জি বাক্কিয়ালক্ষ্মীর সঙ্গে দেখা করতে পুদুক্কোট্টাই গিয়েছিলেন।

দিল্লির শ্রদ্ধা কান্ডের ছায়া তামিলনাড়ুতে। প্রাক্তন স্বামীকে খুন করে দেখো টুকরো টুকরো করে ফেলে দিল প্রাক্তন স্ত্রী। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের কোভালামে। এই ঘটনা পুলিশ ৩৯ বছর বয়সি মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত যুবকের নাম জয়ন্থন। পেশায় যৌনকর্মী অভিযুক্ত ওই মহিলা এক ব্যক্তির সাহায্যে প্রাক্তন স্বামীকে খুন করেছে বলে জানিয়েছে পুলিশ। জয়ন্থন চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বেসরকারি বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফ কর্মী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের নঙ্গনল্লুরের কাছে বোনের পরিবারের সঙ্গে থাকতেন জয়ন্থন। গত ১৮ মার্চ থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ ছিল। ঘটনায় ২০ মার্চ এফআইআর নথিভুক্ত করে পুলিশ তাঁকে খুঁজতে শুরু করে। পুলিশ জয়ন্থনের কল রেকর্ডিং এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে জানতে পারে তিনি প্রাক্তন স্ত্রী জি বাক্কিয়ালক্ষ্মীর সঙ্গে দেখা করতে পুদুক্কোট্টাই গিয়েছিলেন। এরপর পুলিশ বাক্কিয়ালক্ষ্মীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করে। এরপর পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করে নেয় ওই মহিলা। এরপরেই পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ওই মহিলা পেশায় একজন যৌনকর্মী ছিলেন। সেই সূত্রেই তার সঙ্গে পরিচয় হয় জয়ন্থনের। ক্রমেই তাঁদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং তাঁরা কয়েক বছর আগে মন্দিরে বিয়ে করেন। কিন্তু, তাঁদের বৈবাহিক সম্পর্ক বেশিদিন টেকেনি। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর গত ১৮ মার্চ ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জয়ন্থন। সেখানেই অন্য একজনের সাহায্যে ওই মহিলা জয়ন্থনকে খুন করে বলে অভিযোগ। খুন করার পর তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকের ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের দেহের বেশ কিছু অংশ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। বাকি অংশের খোঁজ চালাচ্ছে পুলিশ। বাস এবং ক্যাবের সাহায্যে তাঁরা দেহাংশ ফেলে দিয়েছিল বলে জানতে পারে পুলিশ। অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন