বাংলা নিউজ > ঘরে বাইরে > ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার দখল, নিন্দা ন্যাটোর

ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার দখল, নিন্দা ন্যাটোর

ইউক্রেনে রাশিয়ার দখলদারিত্বে বিশ্বব্যাপী নিন্দা। ছবি AP

রাশিয়াসহ ৫৭টি দেশের জোট অর্গানাইজেশন ফর সিকিউরিটি কোঅপারেশন ইন ইউরোপ-এর (ওএসসিই) কর্মকর্তারাও এই ঘটনার নিন্দা জানিয়েছে৷ সংস্থাটির চেয়ারম্যান-ইন-অফিস এবং পোল্যান্ডের পররাষ্ট্রন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের ভয়ানক লঙ্ঘন৷ তাছাড়া এটি জাতিসংঘ সনদ এবং ওএসসিই-এর নীতিবিরোধী৷

ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ান ফেডারেশনে যুক্ত করার নিন্দা জানিয়েছে ন্যাটোর সদস্য রাষ্ট্র-সহ মিত্র দেশগুলো৷ কোনও কোনও দেশ অবশ্য এরইমধ্যে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাও দিয়েছে৷ প্রথমে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া, তারপর গণভোটের আয়োজন, সবশেষে ঘোষণা দিয়ে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা; এভাবেই ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া৷

শুক্রবার ইউক্রেনের খেরসন, ঝাপোরিজ্ঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়ার ‘নতুন অংশ’ হিসেবে ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ স্বাক্ষর করা হয় এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রেও৷ পশ্চিমা দেশগুলো প্রথম থেকেই এই পদক্ষেপের নিন্দা জানিয়ে আসছে৷ রাশিয়ার নিয়োজিত কর্মকর্তাদের আয়োজনে গণভোটকে ‘ছলনা’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানায় আন্তর্জাতিক সম্প্রদায়৷ শুক্রবার ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়া নিজেদের ঘোষণা করার পর তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়া জানায় ইউরোপীয় ইউনিয়ন৷

২৭ দেশের এই জোটের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘অবৈধ গণভোটের মাধ্যমে ইউক্রেনের স্বাধীণতার আরেক দফা লঙ্ঘনে রাশিয়ার কৌশলকে আমরা কখনওই স্বীকৃতি দিব না৷’ রাশিয়ার এই পদক্ষেপকে ‘অবৈধ ভূমি দখল প্রক্রিয়া' হিসেবে অবিহিত করেছেন ন্যাটো মহাসচিব ইয়েনস স্টোলটেনব্যার্গ৷ ব্রাসেলসে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জোরপূর্বক ইউরোপের কোনও এলাকা দখল করে নেওয়ার সবচেয়ে বড় চেষ্টা৷’ এমন ঘটনার নিন্দা জানিয়েছে জাপানও৷ দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কুশিদা বলেন, ‘রাশিয়ার এমন পদক্ষেপ ইউক্রেনের স্বার্ভভৌমত্বের উপর আঘাত৷ এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা কখনওই মেনে নেওয়া হবে না।’

রাশিয়াসহ ৫৭টি দেশের জোট অর্গানাইজেশন ফর সিকিউরিটি কোঅপারেশন ইন ইউরোপ-এর (ওএসসিই) কর্মকর্তারাও এই ঘটনার নিন্দা জানিয়েছে৷ সংস্থাটির চেয়ারম্যান-ইন-অফিস এবং পোল্যান্ডের পররাষ্ট্রন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের ভয়ানক লঙ্ঘন৷ তাছাড়া এটি জাতিসংঘ সনদ এবং ওএসসিই-এর নীতিবিরোধী৷

আসছে আরও নিষেধাজ্ঞা

এদিকে ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করার বিষয়ে রাশিয়ার উপর আরো অবরোধ আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন৷ নতুন অবরোধে কী কী বিষয় থাকবে তা নিয়ে এরইমধ্যে কাজ শুরু করেছে জোটের সদস্যরা৷ এরমধ্যে রয়েছে রাশিয়ার পণ্য আমদানি এবং সেনাবাহিনীর কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রযুক্তি রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ৷ এদিকে শুক্রবার রাশিয়া উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র৷ এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, মিত্র দেশগুলোর সাথে জোটবদ্ধভাবে রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এবং গুরুত্বপুর্ণ ব্যাক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে৷ রাশিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভুল করো না, যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার কোনও আইনী ভিত্তি নেই৷’

রাশিয়ার উপর নতুর করে নিষেধাজ্ঞা আরোপে পিছিয়ে নেই ব্রিটেনও৷ দেশটির পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের বিভিন্ন সেবা খাত যেমন তথ্যপ্রযুক্তি, স্থাপত্য ও প্রকৌশল খাতে নিজেদের অবস্থান হারাবে মস্কো৷ তাছাড়া রাশিয়ার শিল্প ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানানো হয়৷

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

ঘরে বাইরে খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.