প্রয়াত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জি এন সাইবাবা। শারীরিক অসুস্থতার জেরে তিনি কিছুটা সমস্যায় ছিলেন। এদিকে মাওবাদী সংযোগ মামলায় বম্বে হাইকোর্ট তাকে বেকসুর খালাস দেওয়ার কয়েক মাস পরে মৃত্যু হল তাঁর।
পঞ্চাশের উপর বয়স সাইবাবার। রাত ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন এক আধিকারিক। পিত্তথলিতে সংক্রমণ ও অন্যান্য জটিলতায় মৃত্যু হয় তাঁর।
চলতি বছরের মার্চ মাসে বম্বে হাইকোর্ট সাইবাবার যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে বলে, সরকারি কৌঁসুলি সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। পরে নাগপুর সেন্ট্রাল জেল থেকে মুক্তি পান তিনি।
মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার নিম্ন আদালত দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৭ সাল থেকে নাগপুর সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন সাইবাবা। এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত কারাগারে ছিলেন এবং পরে জামিন পান।
২০১৭ সালের মার্চ মাসে মহারাষ্ট্রের গড়চিরোলির দায়রা আদালত সাইবাবা, সাংবাদিক ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রসহ পাঁচজনকে মাওবাদী যোগাযোগ এবং দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো কার্যকলাপে জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত করে। শনিবার রাতে মৃত্যু হল তাঁর।