8 116 নম্বরের উড়ানটি এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ বেঙ্গালুরু থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয়। আর সেই উড়ানেরই প্রায় ৫০ জন যাত্রী বেঙ্গালুরু বিমানবন্দরেই থেকে যান বলে অভিযোগ উঠেছে।
1/5প্যাসেঞ্জাররা টারম্যাকেই। এদিকে বিমান উড়ে গেল আকাশে! সোমবার এমনই আজব ঘটনা ঘটল বেঙ্গালুরু বিমানবন্দরে। Go First-এর এক উড়ানের ঘটনায় হতবাক যাত্রীরা। টুইটারে বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন অনেকে। ফাইল ছবি: গোফার্স্ট (Go First)
2/5NDTV-র রিপোর্ট অনুযায়ী, G8 116 নম্বরের উড়ানটি এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ বেঙ্গালুরু থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয়। আর সেই উড়ানেরই প্রায় ৫০ জন যাত্রী বেঙ্গালুরু বিমানবন্দরেই থেকে যান। বিষয়টি বুঝতে পারার পর তাঁরা টুইটারে গোফার্স্ট, কেন্দ্রীয় বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসকে ট্যাগ করে টুইট করতে শুরু করেন। ফাইল ছবি: মিন্ট (Go First)
3/5 এমন প্রায় ৩টি টুইটে রিপ্লাই করেছে Go First এয়ারওয়েজ। সেখানে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে। ফাইল ছবি: টুইটার (Go First)
4/5শ্রেয়া সিনহা নামের এমনই এক যাত্রীর অভিযোগ, সকাল ৫.৩৫-এ তিনি বিমানে বোর্ডিংয়ের জন্য বাসে ওঠেন। প্রায় এক ঘণ্টা পর সকাল ৬.৩৫ নাগাদও তিনি সেই বাসেই ছিলেন। তিনি বলেন, চালককে রীতিমতো চাপ দিয়ে বাস দাঁড় করানো হয়। ততক্ষণে তাঁর উড়ান হাওয়া! ঘটনার জন্য GoFirst-এর উদাসীন মনোভাবকে দায়ী করেছেন ওই যাত্রী। ফাইল ছবি: টুইটার (Go First)
5/5সতীশ কুমার নামে অপর এক যাত্রীও অনুরূপ অভিযোগ তোলেন। তিনি বলেন, একটি বাস ভর্তি প্রায় ৫০ জন যাত্রী ছাড়াই বিমান উড়ে যায়। ওঁনারা কি ঘুমোচ্ছিলেন? প্রশ্ন টুইটার ব্যবহারকারীর। ফাইল ছবি: টুইটার (Go First)