বাংলা নিউজ > ঘরে বাইরে > Goa Assembly Election: আমদানি করা বীজ বপণই সার, চার মাসেই গোয়ার উপকূলে ‘সন্ধ্যা’ নামছে তৃণমূলের

Goa Assembly Election: আমদানি করা বীজ বপণই সার, চার মাসেই গোয়ার উপকূলে ‘সন্ধ্যা’ নামছে তৃণমূলের

মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ও তৃণমূলের মধ্যে জোট ঘোষণা হয় গোয়াতে।  (ANI Photo) (Atish Naik)

‘নতুন ভোরের’ স্বপ্ন দেখিয়ে গোয়ার মানুষদের মন জয় করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আরব সাগরের তীরে ‘সেকেন্ড চয়েস’ প্রার্থীদের উপর ভর করে এখন শুধু অ্যাকাউন্ট খোলায় মন ঘাসফুল শিবিরের।

ধুমধাম করে গোয়ার উপকূলে ঘাসফুলের বীজ বপণ করা হয়েছিল কয়েক মাস আগে। তবে এরই মধ্যে আরব সাগরের পাড়ে সত্যের মুখোমুখি তৃণমূল। কংগ্রেস ভাঙিয়ে একের পর এক হেভিওয়েট নেতাদের দলে নিয়ে ইউনিট দাঁড় করালেও বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধিতায় দাঁড়াতে গিয়ে তৃণমূলের পা যেন বালিতে হড়কে যাচ্ছে বারবার। ‘নতুন ভোরের’ স্বপ্ন দেখিয়ে গোয়ার মানুষদের মন জয় করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে দলে নিয়ে প্রথম ছক্কাটিও হাঁকিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তবে তাঁর সেই তুরুপের তাসই এখন নির্বাচনে লড়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেছেন।

প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, মেঘালয়ের মতোই কংগ্রেসকে গোয়ায় পিছনে ফেলে দেবে তৃণমূল। তবে সাম্প্রতিক বেশ কয়েকজন নেতা দল ছাড়ার ঘোষণা করায় তৃণমূল আপাতত কিছুটা হলেও ব্যাকফুটে। যোগ দেওয়ার এক মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো। কলকাতায় এসে মমতার হাত ধরে ঘাসফুল শিবিরে নাম লেখালেও একমাসেই মোহভঙ্গ হয় তাঁর। তৃণমূল ছাড়েন প্রাক্তন বিধায়ক লাভু মামলেদারও। দলত্যাগের সময় তিনি বিস্ফোরক দাবি করে বলেন, ‘গোয়াকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে তৃণমূল।’ প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরিওর সঙ্গে যে ১০ জন প্রথম দফায় তৃণমূলে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে মামলেদার অন্যতম। এরপর প্রজাতন্ত্র দিবসের দিনই দল ছাড়ার ঘোষণা করেন গোয়া তৃণমূলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যতীশ নায়েক। কলকাতায় এসে মমতার হাত ধরে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছিলেন যতীশও।

প্রাথমিক ভাবে কংগ্রেস ও অন্য দল ভাঙিয়ে তৃণমূল গোয়া জয়ের স্বপ্ন বুনতে শুরু করলেও ধারাবাহিক পদত্যাগে এখন তারা জর্জরিত। আর এরই মধ্যে রাজ্যসভার সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেইরো জানান, তিনি বিধানসভা নির্বাচনে লড়তে ইচ্ছুক নন। প্রথমে ফেলেইরোকে গোয়ার ফাতোর্দা আসন থেকে প্রার্থী করা হয়েছিল। প্রসঙ্গত, সেই আসন থেকে কংগ্রেসের জোটসঙ্গী গোয়া ফরোয়ার্ড পার্টির প্রধান বিজয় সরদেশাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফেলেইরোর বদলে এই আসনে শেষ পর্যন্ত প্রার্থী করতে হয় পেশায় আইনজীবী তরুণ তুর্কী সেউলা ভাসকে।

এদিকে শুধু ফাতোর্দা নয়, বহু আসনেই ‘সেকেন্ড চয়েস’ প্রার্থী দিতে হয়েছে তৃণমূলকে। এখনও পর্যন্ত তৃণমূলের তরফে যে ২৫ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্য আটজনই অন্য দলের ‘পরিত্যক্ত’ নেতা। বিজেপি বা কংগ্রেসে টিকিট না পেয়েই ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন তাঁরা। নীতিগত ভাবে তৃণমূলের প্রতি সেই অর্থে কোনও আনুগত্য নেই।

এদিকে গোয়ায় ক্রমেই স্পষ্ট হচ্ছে দলীয় নেতা-কর্মী ও আই-প্যাকের বিরোধ। এদিকে এনসিপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক চার্চিল আলেমাও প্রকাশ্যেই একাধিকবার দলের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রার্থী নির্বাচন থেকে মত্স ইন্ডাস্ট্রি, বিভিন্ন বিষয়ে দলের সঙ্গে সহমত পোষণ করছেন না চার্চিল। চার মাস আগে তৃণমূলে যোগ দেওয়া নেতারা এখন তৃণমূলে ‘আদি’ হয়ে গিয়েছেন। আর তাদের সঙ্গে আলোচনা না করেই দল বাড়াতে ‘নব্য’দের নেওয়া হচ্ছে গোয়া তৃণমূলে। আদি-নব্যের এই দ্বন্দ্ব সামনে এসেছিল যতীশের পদত্যাগপত্র থেকেই। তিনি সরাসরি লিখেছিলেন, ‘দলবদলুরা তৃণমূলে এসে টিকিট পেয়ে যাচ্ছেন। কিন্তু আমি ২৯ সেপ্টেম্বর কলকাতায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলাম। গোয়ায় দলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা ব্যক্তিদের অন্যতম আমি। কিন্তি প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা নিয়ে বিলম্ব করা হয়েছিল।’

এদিকে ‘সেকেন্ড চয়েস’ প্রার্থী নিয়ে গোয়ার ৪০ আসনে লড়ার ক্ষমতা যে নেই, সেই কথা বুঝেই হয়ত এরপর তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার জন্য বার্তা পাঠায়। এর আগে যদিও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে তৃণমূল জোটের ঘোষণা করেছিল। তাছাড়া গোয়া ফরোয়ার্ড পার্টির সঙ্গে আলোচনা করেছিল তৃণমূল। যদিও পরে জিপিএফ নেতা বিজয় সরদেশাই রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলান। এই আবহে কংগ্রেসের দিকে তৃণমূল হাত বাড়ালেও ফল মেলেনি। কংগ্রেস মমতার দলের ডাকে সাড়া দেয়নি। এই নিয়ে পি চিদম্বরম ও মহুয়া মৈত্রের মধ্যে ‘টুইট বিনিময়’ চলে। একে অপরের দিকে ‘জোট আলোচনা’ নিয়ে কাদা ছোড়াছুড়িও করে দুই দল। শেষ পর্যন্ত তৃণমূলকে একলাই থেকে যেতে হয়। কংগ্রেসের সাফ বক্তব্য, ‘আমাদের বিধায়ক, নেতাদের ভাঙিয়ে নিয়ে গিয়ে জোট চাইলে তা হবে না।’

তবে এত ডামাডোলের মাঝেও উত্তর গোয়ার আলডোনা এবং টিভিম আসনে এবং দক্ষিণ গোয়ার অন্তত একটি আসনে তৃণমূলের জেতার সম্ভাবনা রয়েছে। এর ফলে চার মাস আগেই পথচলা শুরু করে এই রাজ্যে তারা অ্যাকাউন্ট খুলতে পারে এবারই। এর আগে ২০১৭ সালে আম আদমি পার্টি চেষ্টা করেও যা করতে পারেনি। তবে গোয়ায় বিজেপির বিকল্প যে তৃণমূল এই কথা গোয়াবাসীকে এখনও বিশ্বাস করিয়ে উঠতে পারেননি মমতা-অভিষেকরা।

ঘরে বাইরে খবর

Latest News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি?

Latest IPL News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.