জেরার্ড ডি সুজা
দলবিরোধী কাজের জন্য় মাইকেল লোবো ও দিগম্বর কামাতের সদস্যপদ খারিজের উদ্যোগ নিল গোয়া কংগ্রেস। তবে দুই বিধায়কই দাবি করেছেন, তাঁরা এখনও দলের সঙ্গেই রয়েছেন। তাঁদের বিজেপিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই।
গোয়ার কংগ্রেস সভাপতি অমিত পাটকার জানিয়েছেন, তাদের সদস্যপদ খারিজের ব্যাপারে আবেদন করা হয়েছে। এদিকে এর আগেই কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু রাও অভিযোগ করেছিলেন কংগ্রেসকে দুর্বল করার জন্য় দুজনেই ষড়যন্ত্র করছেন। কার্যত দলের অন্দরে বিদ্রোহ যাতে মাথাচাড়া দিতে না পারে সেকারনেই আগাম কড়া পদক্ষেপ নিল কংগ্রেস। স্পিকারের কাছে গিয়ে সদস্যপদ খারিজের আবেদনপত্র জমা দিয়ে আসেন কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেস নেতা লোবো জানিয়েছেন, আমরা প্রেসমিটে ছিলাম না। তখন এই ধরনের অভিযোগ কেন তোলা হল? আমরা কংগ্রেসের সঙ্গেই রয়েছি। এদিকে কংগ্রেস নেতা পাটকর জানিয়েছেন, ওদের ছক ভেস্তে গিয়েছে। সেকারনেই এখন অন্য় কথা বলছে।
পাটকার বলেন, মহারাষ্ট্রের ফর্মুলা তারা গোয়াতে চালাতে চাইছিলেন। কিন্তু সফল হতে পারেননি।টাকা, বাহুবল দিয়ে এসব করতে চাইছেন। বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে চাইছে। তারা বিরোধীদের ছাড়াই সরকার চালাতে চাইছেন।