বাংলা নিউজ > ঘরে বাইরে > Goa: পাকিস্তান টিমের প্রতি দরদ দেখানোর ফল, ক্ষমা চেয়ে ভারতমাতার জয় ব্যবসায়ীর

Goa: পাকিস্তান টিমের প্রতি দরদ দেখানোর ফল, ক্ষমা চেয়ে ভারতমাতার জয় ব্যবসায়ীর

কান ধরে ক্ষমা চাইলেন ব্যবসায়ী। টুইটার

বৃহস্পতিবার কয়েকজন তার দোকানে চলে যান। এরপর তাকে তারা জিজ্ঞাসা করেন পাকিস্তানকে কেন সাপোর্ট করছিলেন? সেই ঘটনাও মোবাইল বন্দি করা হয়েছে। তারা এরপর ব্যবসায়ীকে বাইরে বের করে আনেন। তিনি কান ধরে হাঁটু মুড়ে বসেন।

পাকিস্তানের ক্রিটেক টিমের প্রতি দরদ একেবারে উথলে পড়েছিল। পাক টিমের জন্য় উচ্ছাসও প্রকাশ করেছিলেন গোয়ার বাসিন্দা এক ব্যক্তি।। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। আর তারপরই তুমুল শোরগোল পড়ে যায়। তবে এবার ক্ষমা চাইতে বাধ্য করা হল তাকে। তিনি একেবারে কান ধরে ক্ষমা চেয়েছেন তার কৃতকর্মের জন্য। এমনকী ভারত মাতা কি জয় বলে স্লোগান দেওয়ার জন্য়ও বাধ্য করা হয় তাকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।

এক ট্রাভেল ভ্লগার একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন। সেটার কোনও তারিখ ছিল না। বলা হচ্ছিল পাকিস্তানি ক্রিকেট টিমের সাফল্যে উচ্ছাস প্রকাশ করেছিলেন গোয়ার এক বাসিন্দা। পাকিস্তান-নিউজিল্য়ান্ড ম্যাচের সময় এই ভিডিয়ো তোলা হয়েছিল বলে দাবি করা হয়।

সেই ভিডিয়োতে দেখা যায় ভ্লগার ওই ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলছেন। ভ্লগার ওই দোকানদারকে জিজ্ঞাসা করেছিলেন, কারা খেলছে? আপনি কি নিউজিল্যান্ডের জন্য় আনন্দ প্রকাশ করছেন? তার উত্তরে তিনি বলেছিলেন না পাকিস্তানের জন্য়। কারণ জিজ্ঞাসা করেছিলেন ওই যুবক। তখন তিনি বলেছিলেন এটা মুসলিম প্রধান এলাকা। সেই ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষোভ আছড়ে পড়ে।

বৃহস্পতিবার কয়েকজন তার দোকানে চলে যান। এরপর তাকে তারা জিজ্ঞাসা করেন, পাকিস্তানকে কেন সাপোর্ট করছিলেন? সেই ঘটনাও মোবাইল বন্দি করা হয়েছে। তারা এরপর ব্যবসায়ীকে বাইরে বের করে আনেন। তিনি কান ধরে হাঁটু মুড়ে বসেন। এরপর তিনি তাঁর এই সমর্থনের জন্য় ক্ষমা চান। এরপর তাকে ভারত মাতা কি জয় বলার জন্য় নির্দেশ দেওয়া হয়। সেই মতো তিনি ভারত মাতার জয়ধ্বনি দেন।

প্রথমদিকে কান ধরতে চাননি ওই ব্যবসায়ী। পরে কার্যত চাপে পড়েই তিনি কান ধরে নীলডাউন হন। এরপর স্লোগান দেন ভারত মাতা কি জয়!

তবে এনিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ জানানো হয়নি বলেই খবর।

এদিকে আগের ভিডিয়ো যেমন সোশ্য়াল মিডিয়ায় ঝড় তুলেছিল। তেমনি পরের ভিডিয়ো যেখানে তিনি ক্ষমা চেয়েছেন সেটিকে ঘিরেও প্রবল উৎসাহ। নানা মন্তব্যও করা হচ্ছে এই ভিডিয়োকে ঘিরে।

বন্ধ করুন