বাংলা নিউজ > ঘরে বাইরে > IndiGo Flight: মুম্বইগামী বিমানের ইঞ্জিনে অ্যালার্ট! উড়ান বাতিল করলেন বিমানচালক

IndiGo Flight: মুম্বইগামী বিমানের ইঞ্জিনে অ্যালার্ট! উড়ান বাতিল করলেন বিমানচালক

ইন্ডিগোর উড়ানে ফের বিপত্তি। মঙ্গলবার গোয়া-মুম্বই ইন্ডিগো ফ্লাইটের(ফ্লাইট 6E 6097) ডান ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ফলে রানওয়েতেই থেমে যেতে হয় বিমানটিকে। গোয়া বিমানবন্দরের আধিকারিকরা এমনটাই জানিয়েছেন।