বাংলা নিউজ > ঘরে বাইরে > Goa tourist attack: ধূমপান করাকে কেন্দ্র করে গোয়ায় পর্যটকদের উপর হামলা, রক্তাক্ত

Goa tourist attack: ধূমপান করাকে কেন্দ্র করে গোয়ায় পর্যটকদের উপর হামলা, রক্তাক্ত

গোয়া পর্যটকদের উপর হামলা। ইনস্টাগ্রাম। 

ভয়াবহ ঘটনা গোয়ায়। পর্যটকদের উপর হামলা। মুখ খুললেন গোয়ার মুখ্যমন্ত্রী। 

জি ডিসুজা

গোয়ার আঞ্জুয়ানাতে ধূমপান করাকে কেন্দ্র করে তুমুল গণ্ডগোল। তার জেরে পুলসাইড রিসর্টে একদল পর্যটকের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তারা সকলেই দিল্লির বাসিন্দা। গোয়াতে বেড়াতে গিয়েছিলেন তারা। তাদের উপরেই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। গত ৫ মার্চের ঘটনা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে সেই ঘটনার কথা শেয়ার করেছেন এক পর্যটক। ঠিক কী হয়েছিল সেই ঘটনাটি?

পুলিশ সূত্রে খবর, পর্যটকরা ওই রিসর্টে হুক্কা খাচ্ছিলেন। এনিয়ে রিসর্টের ওয়েটারের সঙ্গে তাদের বচসা বেঁধে যায়। আসলে ওয়েটার তাদের বলেছিলেন এটা নন স্মোকিং এরিয়া। এখানে ধূমপান করা যায়। ধূমপান বন্ধ করার জন্য তারা অনুরোধ করেছিলেন। আর তা নিয়েই বচসার সূত্রপাত। 

এদিকে ওই পর্যটকদের সঙ্গে ওয়েটারের বচসা চরমে ওঠে। পরে রিসর্টের ম্যানেজার গন্ডগোল থামাতে আসেন। 

এরপরই একটি ভিডিয়ো সামনে আসে। সেখানে দেখা যায় পর্যটকদের সঙ্গে রিসর্টের রিসেপশনিস্টের তুমুল বচসা হচ্ছে। এরপর পর্যটকরা বলতে শুরু করেন, তারাই এখানকার রাজা। 

তদন্তকারীরা জানিয়েছেন, রিসর্টের বাইরে ফের পর্যটকদের সঙ্গে ওয়েটারের দেখা হয়েছিল। সেখানে ফের তাদের মধ্যে বচসা বাঁধে। পুলিশ জানিয়েছে, স্থানীয় ওয়েটারের সঙ্গে পর্যটকদের ঝামেলা হচ্ছে দেখে কয়েকজন স্থানীয় বাসিন্দা এগিয়ে আসেন। তারাও ওই ঝামেলায় জড়িয়ে পড়েন। স্থানীয় ওয়েটারকে ঘুঁষি মেরেছিলেন এক পর্যটক। এটা দেখে আর মাথা ঠিক রাখতে পারেননি অন্যান্য়রা। একজন বেল্ট খুলে পর্যটককে পেটাতে শুরু করেন। অপর একজন ট্যাক্সি চালক ছুরি বের করে এক পর্যটকের উপর ঝাঁপিয়ে পড়েন। এর জেরে তিনি রক্তাক্ত হন। 

এদিকে রিসর্টের ম্যানেজার এনিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলতে চাননি। তিনি জানিয়েছেন, মিডিয়াতে যেটা বলা হচ্ছে একজন ওয়েটারকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। তেমন কিছু হয়নি। এই ঘটনায় কোনও স্টাফকে কাজ থেকে বসানো হয়নি। 

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ শাওয়ান্ত জানিয়েছেন, উভয় পক্ষ থেকেই উসকানিমূলক কথাবার্তা ছিল। তিনি জানিয়েছেন, প্রথমে  টুরিস্ট ও ওয়েটারের মধ্য়ে ঝামেলা হয়েছিল। পরে ওই পর্যটক পাথর দিয়ে ওয়েটারকে আঘাত করার চেষ্টা করেছিলেন। পরে পর্যটককে পালটা ছুরি দিয়ে আঘাত করা হয়। 

এদিকে পর্যটকরা অবশ্য় ওয়েটারকে মারধরের অভিযোগ মানতে চায়নি। পর্যটনমন্ত্রী রোহন খায়ুনতে জানিয়েছেন, এই ধরনের ঘটনাতে কোনওভাবেই মানা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। 

ঘরে বাইরে খবর

Latest News

রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.