বাংলা নিউজ > ঘরে বাইরে > Goa Vote 2022: তৃণমূল, আপকে 'বহিরাগত' তকমা দিয়ে গোয়ায় কী বললেন প্রিয়াঙ্কা?

Goa Vote 2022: তৃণমূল, আপকে 'বহিরাগত' তকমা দিয়ে গোয়ায় কী বললেন প্রিয়াঙ্কা?

প্রিয়াঙ্কা গান্ধী। ছবি সৌজন্য এএনআই। (ANI)

তৃণমূল ও আপকে একইসঙ্গে বিঁধে প্রিয়াঙ্কা বলেন, ‘তৃণমূল ও আম আদমি পার্টি কোনও দিনওই আপনাদের স্থায়ী সরকার দিতে পারবে না। তারা বাইরে থেকে এসেছে। তারা এখানে এসেছে দলকে পরিসরে বাড়াতে।’

আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২২ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হবে গোয়ায়। তার আগে সমস্ত রাজনৈতিক শিবির নিজেদের পিচ মজবুত করতে প্রস্তুত। গোয়ার বিজেপির সামনে যেমন মসনদ ধরে রাখার চ্যালেঞ্জ, তেমনই তখত ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি (আপ) সহ বিরোধীরা। এই পরিস্থিতিতে আপ ও তৃণমূলকে ক্রমাগত টার্গেটে রেখেছে গোয়া কংগ্রেস। একই সুর শোনা গেল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর কণ্ঠেও।

তৃণমূল ও আপকে একই তীরে বিঁধে প্রিয়াঙ্কা বলেন, 'তৃণমূল ও আম আদমি পার্টি কোনও দিনওই আপনাদের স্থায়ী সরকার দিতে পারবে না। তারা বাইরে থেকে এসেছে। তারা এখানে এসেছে দলকে পরিসরে বাড়াতে। তারা এখানে গোয়ার উন্নতির জন্য আসেনি। আপনাদের সরকারকে অস্থির অবস্থায় ফেলতে, যে পার্টিরা চেষ্টা করছে তারা সকলেই বাইরের, তারা গোয়াকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।' গোয়ার সান্তাক্রুজে একটি জনসভায় এই বক্তব্য রাখেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন যে, তৃণমূল কংগ্রেস গোয়ার জন্য 'বহিরাগত', এই একই তকমা তিনি কেজরিওয়ালের আম আদমি পার্টির জন্যও দিয়েছেন।

উল্লেখ্য, গোয়ায় গোয়া ফরোয়ার্ড পার্টির সঙ্গে জোট বেঁধে ভোটের লড়াইতে নেমেছে কংগ্রেস। ভোট পর্ব ঘোষণার আগে থেকেই এই জোট তৈরি হয়। উল্লেখ্য,মনে করা হচ্ছিল সম্ভবত বিজেপি বিরোধী ভোট যাতে গোয়ায় ভাগাভাগি না হয়, তার জন্য কংগ্রেস-তৃণমূল জোট হতে পারে। তবে সেপথে না গিয়ে গোয়ার ভোটে আলাদা আলাদা লড়াইয়ে নামতে চলেছে কংগ্রেস, আপ ও তৃণমূল কংগ্রেস।

বন্ধ করুন