বাংলা নিউজ > ঘরে বাইরে > পুড়ে ছাই হয়ে যাওয়া গিটার সংগ্রহ নতুন উদ্যমে যত্নে সাজাচ্ছেন গোয়ার সংগীতশিল্পী

পুড়ে ছাই হয়ে যাওয়া গিটার সংগ্রহ নতুন উদ্যমে যত্নে সাজাচ্ছেন গোয়ার সংগীতশিল্পী

গোয়ার গিটারশিল্পী সেবাস্টিয়ান অ্যালমেইডার নতুন সংগ্রহশালায় রয়েছে ৮২টি বিরল গিটার।

আগুনে পুড়ে খাক হয়ে যায় কাঠের প্যানেল বসানো স্টুডিওটি এবং সেখানে সংরক্ষিত ৬২টি গিটার। নতুন করে সংগ্রহ গড়ে তুলতে ফের পুরনো গিটার কিনতে শুরু করেন অ্যালমেইডা।

দুই বছর আগে বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল তাঁর সংগ্রহে থাকা বহু গুণী শিল্পীর স্বাক্ষরযুক্ত ৬২টি অমূল্য গিটার। তবে ভেঙে পড়লেও আশা ছাড়েননি গোয়ার গিটারশিল্পী সেবাস্টিয়ান অ্যালমেইডা। 

শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল অ্যালমেইডার উত্তর গোয়ার সোকোরোর স্টুডিওতে। আগুনে পুড়ে খাক হয়ে যায় কাঠের প্যানেল বসানো স্টুডিওটি এবং সেখানে সংরক্ষিত ৬২টি গিটার। গিটারগুলি বহু বছর ধরে সযত্নে সংগ্রহ করেছিলেন অ্যালমেইডা। 

সেই সংগ্রহে ছিল একাধিক লিমিটেড এডিশন গিটার, যার মধ্যে একটি ছিল আমেরিকার বিশ্বখ্যাত ফেন্ডার মিউজিক ইনস্ট্রুমেন্ট কর্পোরেশন সংস্থার তৈরি স্ট্র্যাটোকাস্টার গিটারের ৬০ তম বার্ষিকী উপলক্ষে নির্মিত ২০১৪ সালের হিরে বসানো বিশেষ সংস্করণ। 

অ্যালমেইডার সংগ্রহের আর এক দুর্মূল্য লিমিটেড এডিশন গিটারের ধাতব অংশগুলি ২০ মাইক্রণ সোনার পাতে মোড়া ছিল। এ ছাড়া ছিল লেস পল-এর ১২০ তম বার্ষিকী উপলক্ষে তৈরি গিটার সংস্করণ, বিখ্যাত শিল্পীদের সই করা বিশেষ গিটার সংস্করণ। সেই তালিকায় ছিলেন চার্লি প্রাইড, বেলামি ব্রাদার্স ও অস্ট্রেলীয় গায়ক ও গীতিকার কিথ আর্বান। 

শুধু তাই নয়, তাঁর প্রাক্তন প্রেমিকা তথা বর্তমান স্ত্রীয়ের উপহার দেওয়া গিটারটিও আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন অ্যালমেইডা। আজকের বাজারদর অনুযায়ী, প্রতিটি গিটারের গড় দাম পড়ত ৩-৪লাখ টাকা, জানিয়েছেন সংগ্রাহক। তবে প্রথমে মন ভেঙে গেলেও বন্ধুদের উৎসাহে সংগ্রহটি ফের গড়ে তোলার সংকল্প করেন তিনি। 

নতুন করে সংগ্রহ গড়ে তুলতে ফের পুরনো গিটার কিনতে শুরু করেন অ্যালমেইডা। এর মধ্যে অনেকেই অর্থের প্রয়োজনে নিজেদের সংগ্রহে থাকা বিরল সংস্করণের গিটার বিক্রি করতে সম্মত হন। 

গিটার সংগ্রহ পুড়ে নষ্ট হওয়ার খবর পেয়ে সাহায্যের হাত এগিয়ে দেন আমেরিকার জনপ্রিয় কান্ট্রি মিউজিক ট্রুপ বেলামি ব্রাদার্স-এর সদস্যরা। অ্যালমেইডার জন্য তাঁরা নিজেদের সই করা গিটার এবং অন্যান্য স্মারক পাঠিয়ে দেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় গোয়ার সংগ্রাহকের নতুন গিটার সংগ্রহের ভূয়সী প্রশংসা করে মেসেজ করেন তাঁরা। 

অ্যালমেইডার জন্ম তানজানিয়ার দার এস সালামে। ছোট থেকেই সংগীতের প্রতি তাঁর আকর্ষণ তৈরি হয়। পরে পূর্ব আফ্রিকা থেকে তাঁর পরিবার গোয়ায় ফিরে আসে এবং তিনি বিভিন্ন মিউজিক ব্যান্ডের সঙ্গে যুক্ত হন। পরবর্তীকালে মাসকাটেও তিনি বেশ কিছু সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

বর্তমানে অ্যালমেইডার নতুন সংগ্রহশালায় রয়েছে দক্ষিণ আফ্রিকার তেলের টিন থেকে তৈরি গিটার। এখন তাঁর সংগ্রহে রয়েছে মোট ৮২টি বিরল গিটার।

ঘরে বাইরে খবর

Latest News

তৃণমূলের বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার নিদান! বিতর্কিত মন্তব্য অভিজিৎ গাঙ্গুলির সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না মিঠুনকে ‘গদ্দার’, ‘দোআঁশলা’ বলে আক্রমণ, মমতার ভাষাতেই মমতাকে জবাব দিলেন BJP নেতা CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো কোথায় হবে ISL 2023-24 ফাইনাল? কলকাতার সমর্থকদের জন্য খুশির খবর, থাকতে পারে চমক! 'এত বড় সাহস! লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিয়ে দেবে? কে রে হরিদাস!' বললেন মমতা তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় হবে স্বস্তির বর্ষণ? T20 ও ODI বিশ্বকাপে দেখা হয়, কিন্তু ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ হোক, চান রোহিত! মমতার প্ররোচনাতেই রেজিনগরে হামলা, মুখ্যমন্ত্রীর বক্তব্য সহরাওয়ার্দির মতো: শমীক আগে জল দিন তারপর প্রচার করবেন! উলুবেড়িয়ায় বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী সাজদা

Latest IPL News

সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো মুস্তাফিজুরকে দেশে ফেরতের নির্দেশ নিয়ে BCB-র আলটপকা মন্তব্য IPL 2024: ছিটকে গেলেন কনওয়ে! বদলি হিসাবে ইংল্যান্ডের ৩৬ বছরের পেসারকে নিল CSK IPL-এ বেঙ্গালুরুতে RCB-র ম্যাচের টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের ভাড়া! ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.