বাংলা নিউজ > ঘরে বাইরে > Godhra 2002 train fire case: গোধরা কাণ্ডে ১৯ বছর গা ঢাকা দেওয়া অভিযুক্ত রফিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা সেশন কোর্টের

Godhra 2002 train fire case: গোধরা কাণ্ডে ১৯ বছর গা ঢাকা দেওয়া অভিযুক্ত রফিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা সেশন কোর্টের

গোধরা কাণ্ডে অভিযুক্ত রফিক ভাটুক।

গত ১৯ বছর ধরে পলাতক থাকার পর গোধরা কাণ্ডের ষড়যন্ত্রে অভিযুক্ত ভাটুককে গতবছর ফেব্রুয়ারিতে গুজরাত পুলিশ গোধরা টাউন থেকে গ্রেফতার করে। জানা গিয়েছে, গোধরা কাণ্ডে অভিযুক্তদের তালিকায় যে মূল গোষ্ঠীর নাম উঠে এসেছে ভাটুক তাদের মধ্যে একজন।

২০০২ গুজরাতের গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত রফিক হুসেন ভটাুককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজায় দণ্ডিত করেছে গোধরা সেশন কোর্ট। ভাটুকের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। 

গত ১৯ বছর ধরে পলাতক থাকার পর গোধরা কাণ্ডের ষড়যন্ত্রে অভিযুক্ত ভাটুককে গতবছর ফেব্রুয়ারিতে গুজরাত পুলিশ গোধরা টাউন থেকে গ্রেফতার করে। জানা গিয়েছে, গোধরা কাণ্ডে অভিযুক্তদের তালিকায় যে মূল গোষ্ঠীর নাম উঠে এসেছে ভাটুক তাদের মধ্যে একজন। ভাটুককে খুঁজতে গুজরাত পুলিশ একটি নির্দিষ্ট টিপ অফ পেতেই রেলস্টেশন সংলগ্ন একটি জায়গায় যায়। সেখান থেকেই ভাটুককে খুঁজে বের করে গুজরাত পুলিশ। অমরাবতীতে ব্যক্তির শিরোচ্ছেদের সঙ্গে কি উদয়পুরকাণ্ডের যোগ রয়েছে? ময়দানে NIA

গতবছর ধৃত ভাটুক গোধরা কাণ্ডে মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম। তার বিরুদ্ধে অভিযোগ, সে ট্রেনে অগ্নিসংযোগের গোটা প্লটটি রচনা করেছে। যে জনগোষ্ঠী সেদিন ট্রেনে আগুন লাগিয়েছিল তাদের উস্কানি ও ট্রেনে অগ্নিসংযোগের সহযোগিতার অভিযোগ রয়েছে ভাটুকের বিরুদ্ধে।

 

 

 

 

 

 

বন্ধ করুন
Live Score