বাংলা নিউজ > ঘরে বাইরে > দাম বাড়লেও সপ্তাহের শেষে ৫০,০০০ টাকার ঘরেই থাকল সোনা, বড় লাফ মারল রুপো

দাম বাড়লেও সপ্তাহের শেষে ৫০,০০০ টাকার ঘরেই থাকল সোনা, বড় লাফ মারল রুপো

দাম বাড়লেও সপ্তাহের শেষে ৫০,০০০ টাকার ঘরেই থাকল সোনা, বড় লাফ মারল রুপো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Gold and Silver prices today on 27th May 2022: শুক্রবার বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। বিশেষজ্ঞদের মতে, দুর্বল মার্কিন ডলার এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভ আগ্রাসনের সঙ্গে সুদের বাড়াবে বলে যে ধারণা তৈরি হয়েছিল, তা কিছুটা কমেছে।

সপ্তাহের শেষ কর্মদিবসে ভারতে ৫১,০০০ টাকার সামান্য নীচে থাকল ১০ গ্রাম সোনার দাম। শুক্রবার এমসিএক্স সূচকে ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম ০.১৮ শতাংশ বা ৯২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৯৬৩ টাকা। রুপোর উত্থান অনেকটা বেশি হয়েছে। এক কিলোগ্রাম রুপোর দাম ৯১৭ টাকা বেড়ে ৬২,৭১০ টাকায় পৌঁছে গিয়েছে।

বিশ্ব বাজারে সোনার দাম

শুক্রবার বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। বিশেষজ্ঞদের মতে, দুর্বল মার্কিন ডলার এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভ আগ্রাসনের সঙ্গে সুদের বাড়াবে বলে যে ধারণা তৈরি হয়েছিল, তা কিছুটা কমেছে। ডলার সূচক পরপর দু'বার সাপ্তাহিক পতনের মুখে দাঁড়িয়ে আছে। যা দিনের শুরুতে এক মাসের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। 

সেই পরিস্থিতিতে পরপর দু'বার সাপ্তাহিক উত্থানের পথে এগিয়ে চলেছে হলুদ ধাতু।  শুক্রবার এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে ১,৮৫৮.৯৭ ডলারে ঠেকেছে। একইভাবে মার্কিন ফিউচার্স গোল্ডের দাম ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৮৫৬.৬ ডলার।

(ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে)

ভারতে সোনার দামের ইতিবৃত্ত

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে একটা সময় ভারতীয় বাজারে সোনার দাম ক্রমশ বাড়ছিল। গত মার্চের শুরুর দিকে তো ১০ গ্রাম হলুদ ধাতুর দাম ৫৬,০০০ টাকার স্তরে পৌঁছে গিয়েছিল। ভারতের বাজারে রেকর্ড তৈরি করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়ছিল। যদিও ৫৬,১৯১ টাকার রেকর্ড অক্ষত থেকে গিয়েছে। বরং গত দু'মাসে সোনার দাম অনেকটা কমে গিয়েছে।

পরবর্তী খবর

Latest News

কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কলতান, আদালতের দৌলতে জুটল রক্ষাকবচ অযোধ্যা নয়, রাম মন্দির দেখতে পাবেন হুগলিতেই! দুর্গাপুজোয় আসতে চলেছে বিশাল চমক ‘ভয়ংকর সুন্দর’, সাদা সিংহের সঙ্গে মহিলার ভালোবাসার ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা ২৩৫ বলে অপরাজিত ১২২ রান! অংশুলের আগুনে বোলিংয়ের সামনে রুখে দাঁড়ালেন শাশ্বত বুড়ো হাড়ে ভেল্কি! চেন্নাইতে শতরান করে অশ্বিন বললেন, ‘বাংলাদেশ আর আন্ডারডগ নয়’… ‘‌বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক গড়তে চাই’‌, জুনিয়র ডাক্তাররা নিলেন বিকল্প পথ শনিতে ঘূর্ণাবর্ত, সোমে আরও ১ নিম্নচাপ! কবে বৃষ্টি বাড়বে বাংলায়? জারি সতর্কতাও জার্মানি-সহ বিভিন্ন দেশে একসঙ্গে হয় ভোট, খতিয়ে দেখে সুপারিশ দিল কোবিন্দ কমিটি পিতৃপক্ষর সময় করুন তুলসীর এই ব্যবস্থা, যা আর্থিক উন্নতির সঙ্গে করবে ঋণমুক্ত ‘একটু ওয়াইন..’, স্কুলে পড়তেই মদের নেশা! ধর্ম বদলে খ্রিস্টান হন গোবিন্দার স্ত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.