ধনতেরাসের আগে কমল সোনা-রূপোর দাম। বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ বাজারে মূল্যবান ধাতুর দাম হ্রাস পেয়েছে। উল্লেখ্য, সোনা ও রুপোর দামের উপরে জিএসটি ধার্য করা হবে। সেই সঙ্গে দোকানের হিসাবে মজুরিও যোগ হতে পারে। ফলে সেক্ষেত্রে দাম ভিন্ন হবে।
1/5ধনতেরাসের আগে কমল সোনা-রূপোর দাম। MCX-এই নিয়ে টানা দুই দিন সোনা ও রুপোর দাম কমেছে। এর প্রভাব এসে পড়ছে খুচরো বাজারেও। বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ বাজারে মূল্যবান ধাতুর দাম হ্রাস পেয়েছে। ফাইল ছবি: পিক্সাবে (PTI)
2/5গুডরিটার্নসের তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার খুচরো বাজারে ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট, ১০ গ্রাম) দাম ৫০,৭৮০ টাকা। ১০ গ্রাম গয়না সোনার (২২ ক্যারাট) দাম ৪৬,৫৫০ টাকা। ফাইল ছবি: পিক্সাবে (PTI)
3/5অন্যদিকে বৃহস্পতিবার কলকাতার খুচরো বাজারে ১০ গ্রাম রুপোর দাম ৫৬৪ টাকা। ১০ গ্রাম গয়না সোনার (২২ ক্যারাট) দাম ৫৬,৪০০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
4/5উল্লেখ্য, সোনা ও রুপোর দামের উপরে জিএসটি ধার্য করা হবে। সেই সঙ্গে দোকানের হিসাবে মজুরিও যোগ হতে পারে। ফলে সেক্ষেত্রে দাম ভিন্ন হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
5/5আগামী শনিবার, ২২ অক্টোবর ২০২২ ধনতেরাস। এইদিন সোনা ও রুপো কেনা শুভ বলে মনে করা হয়। বিক্রেতাদের আশা, ধনতেরাসের আগে সোনা এবং রুপোর দাম কম থাকায় খুচরো বাজারে দুই ধাতুর চাহিদা বাড়তে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)