সম্প্রতি মালটি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ফর নয়া রেকর্ড ছুঁয়েছে। বিগত দিনে একাধিকার নিজের রেকর্ড নিজেই অবলীলায় ভেঙে চলেছে সোনা। গতকাল এমসিএক্স-এ ১০ গ্রাম সোনার দাম ৮৪,৫০০ টাকা ছুঁয়েছিল। এদিকে কলকাতায় আজ ২৪ ক্যারাট খুচরো সোনার ১০ গ্রামের দাম ৮৩,১৫০ টাকা (যাবতীয় কর বাদ দিয়ে)। আর ২২ ক্যারাট সোনার দাম আজ ৭৯,০৫০ টাকা (যাবতীয় কর বাদ দিয়ে)। আজ নতুন করে সোনার দাম না বাড়লেও গত ৫ দিনে ৪ দফায় সোনার দাম বেড়েছে কলকাতায়। কিন্তু কেন এই মূল্যবৃদ্ধি? (আরও পড়ুন: ভারতে কি সপ্তাহে ৭০ কি ৯০ ঘণ্টা কাজের নিয়ম চালু হবে? জবাব দিল কেন্দ্র)
আরও পড়ুন: ২০৫ ভারতীয়কে ফেরত পাঠিয়ে 'অবৈধ অভিবাসীদের' সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই শুল্ক চাপানো নিয়ে হুঁশিয়ারি দিয়ে চলেছেন। এই আবহে বিশ্ব বাজারে প্রভাব পড়ছে। প্রায় সর্বত্রই শেয়ার বাজারের সূচক সাপ-সিঁড়ির খেলায় মেতেছে। এই আবহে বিনিয়োগকারীরা শেয়ার বাজারের বদলে সোনায় বিনিয়োগ করছেন। এই আবহে সোনার দাম বাড়ছে। এদিকে বিগত দিনে ভারতীয় মূদ্রার দাম ডলারের তুলনায় কমেই চলেছে। এই পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ বাজারে সোনার দাম বাড়ছে। (আরও পড়ুন: জারি ‘বাণিজ্য যুদ্ধ’, এবার মার্কিন পণ্যের ওপর পালটা শুল্ক চাপাল চিন)
আরও পড়ুন: ২ ঘণ্টা সময় দিয়েছিলেন মোদী, সেই নিখিলের শো সময়ের আগেই শেষ করেন অতিথি, কেন?
এদিকে কলকাতায় গত ৩০ জানুয়ারি ২২ ক্যারাট সোনার দাম বেড়েছিল ১০ গ্রমে ৮৫০ টাকা। এরপর ৩১ জানুয়ারি সোনার দাম বেড়েছিল ১০ গ্রামে ২০০ টাকা, ১ ফেব্রুয়ারি তা আরও ১০০০ টাকা বাড়ে। এবং ২ ফেব্রয়ারি ফের ১০ গ্রাম সোনার দাম বাড়ে ৩০০ টাকা। এরপর ৩ ফেব্রুরায়ির এবং আজ সোনার দাম অপরিবর্তিত থেকেছে। অপরদিকে আন্তর্জাতিক বাজারে গত ২০ জানুয়ারি সোনার দাম ছিল ২৭৩০ ডলার। তবে সোমবার সেই দাম গিয়ে ছুঁয়ে ফেলে ২৮৬৪ ডলারের গণ্ডি। অর্থাৎ, গত মাত্র ১৫ দিনেই বিশ্ব বাজারে সোনার দাম ৫ শতাংশ বা ১৩৪ ডলার বেড়েছে। (আরও পড়ুন: ক্রেডিট কার্ডের 'ছোট, অন্যায্য' পরিমাণ এড়িয়ে গিয়ে বিপাকে? কী করবেন…)
উল্লেখ্য, আপাতত একমাসের জন্য কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপরে ২৫ শতাংশ শুল্কের ঘোষণাটি স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে চিনের ওপর ধার্য শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে স্থগিতাদেশ নিয়ে কোনও ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, এর মধ্যে এই ইস্যুতে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগেই আজ থেকে চিনও পালটা শুল্ক বসায়িছে বেশ কিছু মার্কিন পণ্যে। এই 'বাণিজ্য যুদ্ধে'র আবহে বিনিয়োগকারীরা রিটার্নের নিশ্চয়তা চাইছেন। আর তাই শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে তারা সোনা কেনার দিকে ঝুঁকেছে। হলুদ ধাতুর এই চাহিদা বৃদ্ধির ফলে আরও মূল্যবান হচ্ছে সেটি।