
ফের পড়ল সোনার দাম, মঙ্গলবার ১০ গ্রামের দাম দাঁড়াল ৫০,১৮০ টাকা
১ মিনিটে পড়ুন . Updated: 22 Dec 2020, 02:12 PM IST- প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫০,১৮০ টাকা। প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৬৭,৬৬০ টাকা।
সোমবার উল্লেখযোগ্য উত্থানের পরে মঙ্গলবার ভারতীয় বাজারে বেশ কিছুটা পড়ে গেল সোনা ও রুপোর দর। আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনা-রুপোর দর নিম্নমুখী থাকল।
এ দিন এমসিএক্স সূচকে ০.৫% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫০,১৮০ টাকা। সূচকে ২% পতনের ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৬৭,৬৬০ টাকা। গতকাল সূচকে ০.২% উঠেছিল সোনার দাম আর রুপোর দাম কেজিপ্রতি বেড়েছিল ১.৫%।
ন্যূনতম প্রতি ১০ গ্রামে ৪৮,০০০ টাকার গন্ডি পেরোলেও গত অগস্ট মাসের রেকর্ড দর ৫৬,২০০ টাকার চেয়ে এখনও কম যাচ্ছে সোনার দর। পাশাপাশি, সেই সময় রুপোর দামও কেজিপ্রতি উঠেছিল ৮০,০০০ টাকা।
আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার ডলার দাম চড়া থাকায় এবং মার্কিন কংগ্রেস বহু প্রতীক্ষিত কোভিড প্যাকেজ হিসেবে ৯০০ বিলিয়ন ডলার বাজেট অনুমোদন করার জেরে সোনার দামে ঘাটতি দেখা দিয়েছে।
এ দিন স্পট গোল্ড সূচকে ০.৩% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮৬০.৬৯ ডলার। প্রসঙ্গত, চলতি বছরে ২৩% বৃদ্ধি পেয়েছে সোনার দাম। এর পিছনে রয়েছে কোভিড অতিমারী পরিস্থিতিতে নিরাহদ সম্পদ হিসেবে সোনায় বিনিয়োগের প্রবণতা বৃদ্ধি। একই সঙ্গে সূচকে ১.৬% পতনের জেরে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৫.৭৪ ডলার।
এ দিন কোটাক সিকিউরিটিজ-এর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘আউন্সপ্রতি ১,৯০০ ডলার সীমারেখায় পৌঁছে আপাতত উদ্বেগজনক পতন ঘটেনি সোনার দামে। আশা করা যাচ্ছে, আগামী দিনে সোনার দামে স্থায়ী বৃদ্ধি দেখা যাবে।’
অন্য দিকে, দর কমলেও ইটিএফ বিনিয়োগের হার কিছুটা বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। সোমবার এসপিডিআর গোল্ড ট্রাস্ট-এর হিসেব অনুযায়ী, মজুদ সোনার পরিমাণ ০.২% বৃদ্ধি পেয়ে ১,১৬৯.৮৬টনে পৌঁছছে। শুক্রবার এই পরিমান ছিল ১,১৬৭.৮২ টন।